• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

ছবি : সংগৃহীত

আইন-আদালত

বিআরটিসি ও স্বজনের চালকের জামিন নামঞ্জুর

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৬ এপ্রিল ২০১৮

দুই বাসের চাপায় কলেজছাত্রের হাত হারানোর ঘটনায় গ্রেফতারকৃত দুই বাস চালকের জামিন আবেদন নাকচ করেছে আদালত। ঢাকার মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন সোমবার শুনানি মাধ্যমে  তাদের জামিন নামঞ্জুর করেন।

স্বজন বাসের চালক মো. খোরশেদের পক্ষে আইনজীবী হেলাল উদ্দিন পাটোয়ারী এবং বিআরটিসির চালক মো. ওয়াহেদ আলীর পক্ষে মোহাম্মদ ইউনুস জামিন শুনানি করেন। এসময় রাষ্ট্রপক্ষে আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মকবুলুর রহমান জামিনের বিরোধিতা করেন।

ঢাকার কারওয়ান বাজারে ৩ এপ্রিল বিআরটিসি ও স্বজন পরিবহনের দুই বাসের প্রতিযোগিতার শিকার হয়ে হাত হারান সরকারি তিতুমীর কলেজের ছাত্র রাজীব। দুই বাসের চাপায় তার ডান হাত কনুইয়ের উপর থেকে আলাদা হয়ে যায়।

দুর্ঘটনায় রাজীবের মাথার সামনে-পেছনের হাড় ভেঙে যাওয়া ছাড়াও মস্তিষ্কের সামনের দিকে আঘাত লাগে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে ।

বেপোরোয়াভাবে গাড়ি চালানো এবং গুরুতর আহত করার অভিযোগে দণ্ডবিধির ২৭৯/ ৩৩৮(ক) ধারায় একটি মামলা করে দুই বাসের চালককে তাতে গ্রেফতার দেখানো হয়। তখন গ্রেফতারকৃতদের দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

রিমান্ড শেষে ৮ এপ্রিল দুই আসামিকে আদালতে হাজির করা হলে তাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। সোমবার বিচারক তা নাকচ করে তাদের কারাগারে রাখার আদেশ দেন।

এ মামলায় ২৭৯ ধারার দোষী সাব্যস্ত হলে দুই আসামির সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড, পাঁচ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। আর ৩৩৮(ক) ধারার দুই বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া যায়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads