• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
বার কাউন্সিলের নেতৃত্বে ফের  আওয়ামী আইনজীবীরা

বার কাউন্সিলের নেতৃত্বে ফের আওয়ামী আইনজীবীরা

সংরক্ষিত ছবি

আইন-আদালত

বার কাউন্সিলের নেতৃত্বে ফের আওয়ামী আইনজীবীরা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৬ মে ২০১৮

সারা দেশের আইনজীবীদের সংবিধিবদ্ধ নজরদারি প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের কর্তৃত্বে দ্বিতীয়বারের মতো থাকছেন আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের আইনজীবীরা। সোমবার ঢাকাসহ সারা দেশে ৭৮ কেন্দ্রের ভোটগ্রহণ শেষে রাতেই স্ব স্ব কেন্দ্রে ফলাফল ঘোষণা করা হয়। কেন্দ্রভিত্তিক বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে কাউন্সিলের ১৪ পদে প্রতিদ্বন্দ্বিতায় ১২ আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ। অন্যদিকে, বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীদের নীল প্যানেল মাত্র দুটি আসন দখলে রাখতে পেরেছে।

বার কাউন্সিলের ২০১৫ সালের ২৬ আগস্ট অনুষ্ঠিত নির্বাচনে ১৪ পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল জয় পায় ১১ পদে। বাকি তিন পদে জয় পেয়েছিলেন বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা।

কাউন্সিলের সচিব রফিকুল ইসলাম জানান, ‘সারা দেশে ভোটগ্রহণ গত সোমবার সম্পন্ন হয়েছে। কেন্দ্র থেকে ফলাফল বার কাউন্সিলে আসতে শুরু করেছে। এখনো অনেক কেন্দ্রের রেজাল্ট শিট আমরা হাতে পাইনি। ফলাফলের সব শিট পৌঁছলে সরকারের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলমের কাছে পাঠানো হবে। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে বার কাউন্সিল নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন।’

বার কাউন্সিল সূত্র বলছে, নির্বাচনে সাধারণ ক্যাটাগরিতে সাত পদের মধ্যে আওয়ামীপন্থি প্যানেল থেকে ছয় প্রার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন বার কাউন্সিলের বর্তমান ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইউসুফ হোসেন হুয়ায়ুন, জহিরুল ইসলাম (জেড আই) খান পান্না, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শ. ম. রেজাউল করিম, সৈয়দ রেজাউর রহমান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ মোখলেছুর রহমান বাদল।

সাধারণ ক্যাটাগরিতে বিএনপিপন্থি নীল প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী।

এ ছাড়া আঞ্চলিক সাত পদের মধ্যেও আওয়ামীপন্থি সাদা প্যানেলের প্রার্থীরা ছয়টি পদে জয় পেয়েছেন। নির্বাচিতরা হলেন কাজী নজিবুল্লাহ হিরু, মো. কবির উদ্দিন ভূঁইয়া, এএফ মো. রুহুল আনাম চৌধুরী, পারভেজ আলম খান, মো. ইয়াহিয়া এবং রেজাউল করিম মন্টু।

বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল) প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন মো. দেলোয়ার হোসেন চৌধুরী।

বার কাউন্সিলের ভোটার ছিলেন ৪৩ হাজার ৮৮৪ জন আইনজীবী। গত সোমবার অনুষ্ঠিত বার কাউন্সিলের ভোটে ১৪ নির্বাহী পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬২ প্রার্থী। ১৪ পদের মধ্যে ৭ সাধারণ আসন এবং ৭টি আঞ্চলিক আসন। বার কাউন্সিলের ১৫ সদস্যের নির্বাহী পরিষদের চেয়ারম্যান পদাধিকার বলে সরকারের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads