• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
মাংসের দাম বেশি রাখায় ৯ ব্যবসায়ীকে জরিমানা

মাংসের দাম বেশি রাখায় জরিমানা করেছে ৯ ব্যবসায়ীকে

প্রতীকী ছবি

আইন-আদালত

মাংসের দাম বেশি রাখায় ৯ ব্যবসায়ীকে জরিমানা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ মে ২০১৮

রমজান উপলক্ষে সিটি করপোরেশন নির্ধারিত মূল্যের চেয়ে গরুর মাংসের দাম বেশি রাখায় ধানমন্ডি ও হাতিরপুলের ৯ ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

প্রতিষ্ঠানগুলো হলো- ধানমন্ডি কাঁঠালবাগান এলাকার বকরের মাংস দোকান, সোহানের মাংস দোকান, শামসুরের মাংস দোকান, জিন্নাহর মাংস দোকান, হিরুর মাংস দোকান। এ ছাড়া হাতিরপুল সেন্ট্রাল রোড এলাকার তাহেরের মাংস দোকান এবং মায়ের দোয়া মাংস দোকান।

রাজধানীর ধানমন্ডি কাঁঠালবাগান ও হাতিরপুল এলাকায় গতকাল শুক্রবার অভিযান চালিয়ে এসব ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া হাতিরপুলে লাভস্টার কিং রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। সঙ্গে ছিলেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল। অভিযানে সহযোগিতা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-১-এর সদস্যরা।

উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, সিটি করপোরেশন রমজান উপলক্ষে গরুর মাংসের দাম ৪৫০ টাকা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু প্রথম দিনই অনেক বিক্রেতা নির্ধারিত দামের চেয়ে ৩০-৫০ টাকা বেশি নিচ্ছিল। তাই কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। আর যারা নির্ধারিত মূল্যে মাংস বিক্রি করছে তাদের অভিনন্দন জানানো হয়। যারা বেশি দামে মাংস বিক্রি করছে তাদের জরিমানার পাশাপাশি সতর্ক করেছি। যদি তারা সংশোধন না হয় তাহলে পরবর্তী সময়ে প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads