• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
তিন মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন

তিন মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া

ছবি সংরক্ষিত

আইন-আদালত

তিন মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২০ মে ২০১৮

কুমিল্লা ও নড়াইলে দায়ের করা তিন মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। রোববার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সাবেক প্রধানমন্ত্রীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এ জামিন আবেদন করেন।

আদালতের অনুমতি নিয়ে কুমিল্লার দুইটি নাশকতার মামলা ও নড়াইলের একটি মানহানি মামলায় আবেদন দাখিল করা হয় বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবীরা।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে আবেদনগুলোর শুনানি হতে পারে।

এ বিষয়ে বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, তিনটি মামলার জামিনের জন্য খালেদা জিয়া তার আইনজীবীর মাধ্যমে আবেদন করেছেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫।  রায়ের পর থেকে খালেদা জিয়াকে নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

রায়ের পর আপিল করে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। গত ১২ মার্চ এ হাইকোর্ট খালেদা জিয়াকে চার মাসের জামিন দেন। এই জামিনের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষ পৃথক লিভ টু আপিল করে। আপিল বিভাগ তা মঞ্জুর করে খালেদা জিয়ার জামিন স্থগিত করে। জামিন স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেন খালেদার আইনজীবীরা।

১৬ মে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন। কিন্তু আরও কয়েকটি মামলায় তিনি গ্রেপ্তার থাকায় এখনও মুক্তি পাননি খালেদা জিয়া।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads