• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
হাইকোর্টের নির্দেশে রাজীবের ভাইদের ক্ষতিপূরণ স্থগিত

রাজীব ও তার ছোট দুই ভাই

সংরক্ষিত ছবি

আইন-আদালত

হাইকোর্টের নির্দেশে রাজীবের ভাইদের ক্ষতিপূরণ স্থগিত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২২ মে ২০১৮

দুই বাসের রেষারেষিতে হাত হারানোর পর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কলেজছাত্র রাজীবের দুই ভাইকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বিআরটিসি ও স্বজন পরিবহন সংস্থাকে হাই কোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ।

সেইসঙ্গে রাজীবের দুই ভাইকে কতটা ক্ষতিপূরণ দেওয়া যায় তা নির্ধারণে একটি স্বাধীন কমিটি গঠনের জন্য হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন আদালত। সেইজন্য আদালত হাই কোর্টকে একটি স্বাধীন কমিটি করে দিতে বলেছে। দুর্ঘটনার জন্য কে দায়ী তা চিহ্নিত করে ওই কমিটি ৩০ জুনের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছে আদালত। কমিটির প্রতিবেদনে দুই ভাইকে কত টাকা ক্ষতিপুরণ দেওয়া যায় তা উল্লেখ করতে বলা হয়েছে।

মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হাসানের নেতৃত্বধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

৩ এপ্রিল কারওয়ান বাজারে বিআরটিসি ও স্বজন পরিবহনের রেষারেষিতে বিআরটিসির যাত্রী রাজীবের ডান কনুইয়ের ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার মাথার সামনে-পেছনের হাড় ভেঙে যাওয়া ছাড়াও মস্তিষ্কের সামনের দিকে আঘাত লাগে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ এপ্রিল রাতে সরকারি তিতুমীর কলেজের এই শিক্ষার্থীর মৃত্যু হয়।

রাজীবের মৃত্যুতে ছোট দুই ভাইয়ের ভবিষ্যৎ গভীর অনিশ্চয়তায় পড়ে। দুই ভাইয়ের মধ্যে মেহেদী হোসেন যাত্রাবাড়ীর তামীরুল মিল্লাত কামিল মাদরাসার সপ্তম এবং ছোট ভাই আবদুল্লাহ একই শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads