• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
নাজিমের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়: হাই কোর্ট

ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন বিভাগের কর্মকর্তা নাজিম উদ্দিন

ছবি সংরক্ষিত

আইন-আদালত

নাজিমের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়: হাই কোর্ট

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২২ মে ২০১৮

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় মেয়র হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন বিভাগের কর্মকর্তা নাজিম উদ্দিনের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে কেন এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই রুল জারি করেন।  আদালতে সম্প্রতি দৈনিক পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন নজরে আনেন আইনজীবী গোলাম মোস্তফা।

উল্লেখ্য, গত ১৭ মে সকাল পৌনে ১০টায় দিকে সায়দাবাদ জনপদ মোড় সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় গুরুতর আহত হন নাজিম উদ্দিন। পরে গুরুতর আহত অবস্থায় সকাল সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেলল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভায়রা আব্দুল আলীম বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলা করেন।  ওই ঘটনায় গ্রেপ্তার শ্রাবণ পরিবহনের চালক ওহিদুল ও মঞ্জিল পরিবহনের চালকের সহকারী কামাল হোসেন ছাড়াও মঞ্জিল পরিবহনের পলাতক চালককে আসামি করা হয় সেখানে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads