• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
৩ মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের আদেশ সোমবার

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

ছবি সংরক্ষিত

আইন-আদালত

৩ মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের আদেশ সোমবার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ মে ২০১৮

কুমিল্লা ও নড়াইলের তিন মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনে সোমবার আদেশ দেবে হাই কোর্ট।

সন্ত্রাসবিরোধী আইনে করা কুমিল্লার একটি মামলা এবং নড়াইলে মানহানির মামলায় আজ রোববার শুনানি শেষ হয়েছে। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাই কোর্ট বেঞ্চে মামলাটির শুনানি হয়।

এর আগে, কুমিল্লার চৌদ্দগ্রামে নাশকতা মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি গত বৃহস্পতিবার শেষ হয়েছে।

গত ২০ মে এসব মামলায় হাই কোর্টে জামিন আবেদন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।  

শুনানিতে খালেদার আইনজীবীরা বলেন, এগুলো রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। বয়স্ক নারী হিসেবে তাকে জামিন না দেওয়ার আইনগত কোনো বাধা নেই।

২০১৫ সালের ২ ফেব্রুয়ারি কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় নিহত হয় ৭ বাস যাত্রী।  এ ঘটনায় অন্তত ২৫-২৬ জন গুরুতর আহত হন। ঘটনার পর দিন বিকাল ৩টায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

পরে এ মামলায় আদালতে অভিযোগপত্র দেয়া হয়। বিচারকালে দায়রা জজ আদালতে খালেদা জিয়ার জামিন চেয়ে আবেদন করা হয়।

সেই জামিন আবেদনের পরবর্তী শুনানির জন্য আগামী ৭ জুন দিন ধার্য রাখা হয়েছে। কিন্তু এ অবস্থায় গত ৫ এপ্রিল এ মামলায় খালেদা জিয়াকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। তাই ফৌজদারি কার্যবিধির ৪৯৮ ধারায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করা হয়েছে।

নড়াইলে মানহানি মামলা ২০১৫ সালের ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করেন খালেদা জিয়া। এ অভিযোগে একই বছরের ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলে মানহানির মামলা করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads