• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
ডেসটিনি বিলুপ্তিতে হাইকোর্টের আদেশ আরো ৪ সপ্তাহ স্থগিত

ডেসটিনি-২০০০ লিমিটেডের লোগো

ছবি সংরক্ষিত

আইন-আদালত

ডেসটিনি বিলুপ্তিতে হাইকোর্টের আদেশ আরো ৪ সপ্তাহ স্থগিত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ মে ২০১৮

ডেসটিনি-২০০০ লিমিটেড কোম্পানিটি অবসায়ন বা অবলুপ্তি করার কেন নির্দেশ দেয়া হবে তা জানতে চেয়ে হাইকোর্টের কারণ দর্শানো নোটিশ আরও চার সপ্তাহ স্থগিত করেছে আপিল বিভাগ।  এ সময়ের মধ্যে আবেদনকারীদের লিভ টু আপিল করতে বলা হয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ আজ সোমবার এ আদেশ দেয়।

আদালতে আবেদনকারি ডেসটিনির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের পক্ষে আইনজীবী ছিলেন এ কে এম বদরুদ্দোজা।

অ্যাডভোকেট বদরুদ্দোজা বলেন, হাইকোর্টের আদেশের ওপর চেম্বার জজ আদালতের দেয়া স্থগিতাদেশ আরও চার সপ্তাহ বজায় থাকবে। এ সময়ের মধ্যে আবেদনকারীদের সিপি (লিভ টু আপিল) করতে বলেছে আপিল বিভাগ।

ডেসটিনি ২০০০ লিমিটেডকে অবসায়ন বা অবলুপ্তি প্রশ্নে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে গতকাল রোববার আপিল শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য আজ সোমবার দিন ধার্য করে দিয়েছিল সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

গত ১৫ মে ডেসটিনি-২০০০ লিমিটেড কোম্পানিটি অবসায়ন বা অবলুপ্তি করার প্রশ্নে শোকজ নোটিশ দেয় হাইকোর্ট। হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করেন ওই কোম্পানির পরিচালক লে জে (অব.) এম হারুন-অর-রশীদ ও ৫ শেয়ার হোল্ডার। ২১ মে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে ২৭ মে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠায়। সে অনুযায়ি রোববার শুনানি হয়।

ডেসটিনি-২০০০ লিমিটেড কোম্পানির সাত পরিচালকের মধ্যে দুজন কারাগারে, চারজন পলাতক এবং একজন শর্ত সাপেক্ষে (এম হারুন-অর-রশীদ) জামিনে আছে। এছাড়া এ কোম্পানির সকল সম্পত্তি, ব্যাংক হিসাব দুদকের কাছে জব্দ রয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads