• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
পোশাক শ্রমিক আসমাকে ধর্ষণের পর হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

পোশাক শ্রমিক আসমাকে ধর্ষণের পর হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে নারায়ণগঞ্জের আদালত

ছবি সংরক্ষিত

আইন-আদালত

পোশাক শ্রমিককে ধর্ষণের পর হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ মে ২০১৮

নারায়ণগঞ্জের পোশাক শ্রমিক আসমাকে ধর্ষণের পর হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজ সোমবার নারায়ণগঞ্জের নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জুয়েল রানা এ রায় ঘোষণা করেন।

এছাড়া আদালত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা করেছে। জরিমানার অর্থ নিহতের পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন - বন্দর উপজেলার কুশিয়ারার নূরুউদ্দিনের ছেলে নাসির উদ্দিন বিটল (৪০), আব্দুস সালামের ছেলে খোকন মিয়া (৩২) ও আবু মিয়ার ছেলে ছফুন মিয়া (৩৪)।

]রায় ঘোষণার সময় তারা আদালতের কাঠগড়ায় ছিলেন।

মামলার রায়ে চার আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। তারা হলেন - ছালে আহাম্মদ, হাসান কবির, আব্দুল আজিজ ও মো. মিজান।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) রকিব উদ্দিন জানান, আসমার লাশের ময়নাতদন্তে ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া গেছে। এই মামলায় সাত আসামির মধ্যে একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্তে ২৪ জনকে সাক্ষী করা হয়। ১৪ জন আদালতে সাক্ষ্য দেন। শুনানি শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।

পিপি রকিব উদ্দিন বলেন, আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। চারজনকে বেকসুর খালাস দিয়েছেন। খালাস পাওয়া ব্যক্তিদের সাজা চেয়ে উচ্চ আদালতে আপিল করা হবে।

চার আসামি সাজা পাওয়ায় তারাও আপিল করবেন বলে তাদের আইনজীবী সুলতানুজ্জামান জানিয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads