• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
কুমিল্লার দুই মামলায় খালেদা জিয়ার জামিন স্থগিত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ছবি সংরক্ষিত

আইন-আদালত

কুমিল্লার দুই মামলায় খালেদা জিয়ার জামিন স্থগিত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ মে ২০১৮

কুমিল্লায় নাশকতার অভিযোগে করা দুই মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়া হাই কোর্টের জামিন স্থগিত করেছে চেম্বার বিচারপতি। রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে আজ মঙ্গলবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।

আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আগামী বৃহস্পতিবার এ দুই মামলার জামিন শুনানি হবে।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। আর খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তার সঙ্গে ছিলেন মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন প্রমুখ।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক বলেন, কুমিল্লার মামলায় খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। আগামী বৃহস্পতিবার শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছে।

গতকাল সোমবার ওই দুই মামলায় খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছিলেন হাইকোর্ট।

জাতির মানহানি করা ও মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগে ২০১৬ সালের দুইটি মামলায় খালেদা জিয়ার জামিনের বিষয়ে আদেশও আগামী বৃহস্পতিবার দেওয়া হয়।

মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. সহিদুল করিমের হাই কোর্ট বেঞ্চ দুই মামলায় পৃথক দুই জামিন আবেদনে শুনানি নিয়ে আদেশের জন্য এ দিন ধার্য করেছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads