• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ছবি সংগৃহীত

আইন-আদালত

দুই মামলায় জজ আদালতে জামিনের আবেদন খালেদা জিয়ার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ জুলাই ২০১৮

জাতির মানহানি ও ভূয়া জন্মদিন পালনের অভিযোগে দুই মামলায় দায়রা জজ আদালতে জামিন আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা।

আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। 

খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূঁইয়া বলেন, আজ সকালে এ মামলার জামিন আবেদন করা হয়। আদালত আগামী ৩১ জুলাই শুনানির দিন রেখেছেন।

গত ঢাকার মহানগর হাকিম আহসান হাবীব ও খুরশীদ আলম গত ৫ জুলাই এ দুই মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন নাকচ করে দেন।

এর মধ্যে একটি মামলা দায়ের করেছেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। ২০১৬ সালের ৩ নভেম্বর মুখ্য মহানগর হাকিম আদালতে তিনি এই অভিযোগ দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বাধীনতাবিরোধীদের মন্ত্রী করে বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের ইতিহাসের অবমাননা করেছেন।

আর মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগে মামলাটি করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম।  ২০১৬ সালের ৩০ আগস্টে করা এ মামলাটি করা হয়।

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ডের রায়ের পর পাঁচ মাস ধরে কারাবন্দি খালেদা জিয়া ইতোমধ্যে ওই মামলায় সর্বোচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। কিন্তু আরও বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তার থাকায় এখনও মুক্তি পাননি তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads