• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
বিচারপতি জয়নুলের জামিনের রুলের রায় ১৭ জুলাই

সুপ্রিম কোর্ট

সংরক্ষিত ছবি

আইন-আদালত

বিচারপতি জয়নুলের জামিনের রুলের রায় ১৭ জুলাই

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ জুলাই ২০১৮

দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে গ্রেফতারের আশঙ্কায় আগাম জামিন নেওয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের রুলের শুনানি শেষ হয়েছে। আগামী ১৭ জুলাই এ রুলের ওপর রায়ের দিন ধার্য করেছেন হাইকোর্ট।

গতকাল মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রায়ের এ দিন ধার্য করেন।

আদালতে জয়নুল আবেদীনের পক্ষে শুনানি করেন মইনুল হোসেন। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রুনা নাহরিন ও একেএম আমিন উদ্দিন মানিক।

গত বছর ১০ জুলাই সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের আগাম জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। একই সঙ্গে কেন তাকে জামিন দেওয়া হবে না, তার কারণ জানতে চেয়ে রুল জারি করা হয়। ওই জামিন স্থগিত চেয়ে দুদক আপিল করলে আপিল বিভাগ রুল নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে জামিন প্রশ্নে জারি করা রুলের শুনানি হলো।

২০১০ সালের ১৮ জুলাই দুদক সাবেক বিচারপতি জয়নুল আবেদীনকে সম্পদের হিসাব দিতে নোটিশ দিয়েছিল। পরে দুদকের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি একই বছরের ২৫ জুলাই হাইকোর্টে একটি রিট আবেদন করে পরে তা ফেরত নেন। পরে ২০১০ সালের ২৫ অক্টোবর সম্পদের হিসাব চেয়ে আরেক দফা নোটিশ দেয় দুদক। ওই বছরের ৩ নভেম্বর তিনি দুদকে সম্পদের হিসাব জমা দেন।

গত বছর একটি দৈনিকের প্রতিবেদনে বলা হয়, মামলা না হলেও সাবেক বিচারপতি জয়নুল আবেদীনকে গ্রেফতার করতে পারে দুদক। এরপর গ্রেফতারের আশঙ্কা থেকে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন পান।

বিচারপতি জয়নুল আবেদীন ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় চারদলীয় জোট সরকারের আমলে তদন্ত কমিশনের নেতৃত্ব দেন। তার দেওয়া প্রতিবেদনে বলা হয়েছিল, গ্রেনেড হামলা বহিঃশক্তি জড়িত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads