• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
খালেদার জামিন আবেদন তিন দিনে নিষ্পত্তির নির্দেশ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

সংরক্ষিত ছবি

আইন-আদালত

কুমিল্লার বিশেষ ক্ষমতা আইনের মামলা

খালেদার জামিন আবেদন তিন দিনে নিষ্পত্তির নির্দেশ

জিয়া অরফানেজ ট্রাস্ট আপিলের শুনানি অব্যাহত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ জুলাই ২০১৮

চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা মেরে আট যাত্রী নিহত হওয়ার ঘটনায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন তিন দিনের মধ্যে নিষ্পত্তি করতে কুমিল্লার দায়রা জজ আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এরপর এ মামলার বিষয়টি আগামী রোববার কার্যতালিকায় আসবে।

এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডাদেশের বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিলের শুনানি অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত এ আপিলের শুনানি মুলতবি করেছেন হাইকোর্ট।

জামিন চেয়ে খালেদা জিয়ার করা আবেদনের ওপর শুনানি শেষে গতকাল সোমবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মজিবুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন, এএম মাহবুব উদ্দিন খোকন, মাসুদ রানা ও একেএম এহসানুর রহমান। সরকারপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশিরউল্লাহ।

গত ১ জুলাই খালেদা জিয়াকে এ মামলায় গ্রেফতার দেখাতে এবং তার জামিন চেয়ে কুমিল্লার জেলা ও দায়রা জজ এবং বিশেষ আদালতে আবেদন করা হয়। ওই দিন বিশেষ আদালতের বিচারক কেএম শামছুল আলম খালেদা জিয়াকে গ্রেফতার দেখালেও তার জামিনের বিষয়ে কোনো সিদ্ধান্ত না দিয়ে ৮ আগস্ট শুনানির দিন ধার্য করেন। গত ১১ জুলাই ফৌজদারি আপিল করে খালেদা জিয়ার জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। গত রোববার শুনানি শেষে আজ মঙ্গলবার আদেশের দিন নির্ধারণ করেন হাইকোর্ট।

২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় আইনকন পরিবহনের নৈশকোচে পেট্রোল বোমায় আট যাত্রী নিহত হয়। তখন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ চলায় ওই ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে হত্যা ও বিস্ফোরক মামলা করে পুলিশ। পরে পুলিশের আবেদনে বিস্ফোরক আইনের মামলাটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় পরিবর্তিত হয়।

অরফানেজ মামলার আপিলের শুনানি মুলতবি : গতকাল সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার করা আপিলের সপ্তম দিনের শুনানি হয়েছে। এ দিনের শুনানিতে খালেদা জিয়ার আইনজীবী আবদুর রেজ্জাক খান প্রসিকিউশনের ১৯, ২০, ২১, ২২, ২৩ ও ২৬ নম্বর সাক্ষীর সাক্ষ্য ও জেরা পড়েন। পরে আদালত আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত আপিলের শুনানি মুলতবি করেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে আরো শুনানি করেন এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন নওশাদ জমির। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

এ ছাড়া শুনানিতে উপস্থিত ছিলেন মওদুদ আহমদ, জয়নুল আবেদীন, এএম মাহবুব উদ্দিন খোকন, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, মনির হোসেন, কায়সার কামাল, রাগীব রউফ চৌধুরী, মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, একেএম এহসানুর রহমান প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads