• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
বিএনপি নেতা মন্টু পাঁচ দিনের রিমান্ডে

রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু

ছবি: সংগৃহীত

আইন-আদালত

বিএনপি নেতা মন্টু পাঁচ দিনের রিমান্ডে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ জুলাই ২০১৮

রাজশাহীতে বুলবুলের পথসভায় হাতবোমা বিস্ফোরণের ঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে মন্টুকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।  শুনানি শেষে রাজশাহী মহানগর হাকিম জাহিদুল ইসলাম পুলিশের আবেদন মঞ্জুর করেন।

রাজশাহী সিটি নির্নাবচনে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের সাগরপাড়া মোড়ে পথসভায় গত ১৭ জুলাই হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে আহত হন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ অন্তত তিনজন।

ঘটনার পরদিন বোয়ালিয়া থানার এসআই শামীম হোসেন অজ্ঞাতপরিচয় আটজনের নামে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

গত শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে মতিউর রহমান মন্টুকে তার রামচন্দ্রপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রচারে বোমা হামলার ঘটনায় টেলিফোন আলাপের একটি অডিও রেকর্ড প্রকাশ হয়েছে বলে দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। পুলিশের দাবি, হামলার পর কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুর মধ্যে এই কথোপকথন হয়েছে। এতে যাকে মন্টু নামে দাবি করা হচ্ছে, তিনি টিপুকে বলছেন, ভাইয়ার (তারেক রহমান) কাছে ক্রেডিট নেওয়ার জন্য দুইজনকে দিয়ে এই বোমা হামলা চালানো হয়েছে।

আগামী ৩০ জুলাই রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads