• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
জাবালে নূরের চালক ৭ দিনের রিমান্ডে

জাবালে নূরের বাসচালক মাসুম বিল্লাহকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত

ছবি: সংগৃহীত

আইন-আদালত

জাবালে নূরের চালক ৭ দিনের রিমান্ডে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০১ আগস্ট ২০১৮

রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের দুই বাসের রেষারেষির কারণে দুই শিক্ষার্থীর প্রাণহানির ঘটনায় দায়ের করা মামলায় বাসচালক মাসুম বিল্লাহকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম এ এইচ এম তোয়াহা এ আদেশ দেন।

গত রোববার বিমানবন্দর সড়কের কুর্মিটোলা এলাকায় জাবালে নূর পরিবহনের একটি বাস ফুটপাথে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই শহীদ রমিজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও একই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম নিহত হন।

নিহত দুই শিক্ষার্থী হল- শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ওরফে রাজীব (১৭) এবং একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম (১৬)।

এ ঘটনায় নিহত শিক্ষার্থী দিয়া খানমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads