• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
জিহাদের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের রায় বহাল

রাজধানীর শাহজাহানপুরে রেলওয়ের পরিত্যক্ত পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যু

সংরক্ষিত ছবি

আইন-আদালত

আপিল খারিজ

জিহাদের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের রায় বহাল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ আগস্ট ২০১৮

রাজধানীর শাহজাহানপুরে রেলওয়ের পরিত্যক্ত পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার হাইকোর্টের রায় বহাল রয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। ক্ষতিপূরণের রায়ের বিরুদ্ধে রেলওয়ে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের লিভ টু আপিল (আপিলের অনুমতির) আদেশ খারিজ হওয়ায় এখন বাংলাদেশ রেলওয়ে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষকে এ ক্ষতিপূরণ দিতে হবে। গতকাল রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে সরকার ও ফায়ার সার্ভিসের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং নিহত শিশু জিহাদের পরিবারের পক্ষে ছিলেন আবদুল হালিম ও বাংলাদেশ রেলওয়ের পক্ষে ছিলেন শহিদুল ইসলাম।

আইনজীবী আবদুল হালিম জানান, শিশু জিহাদের মৃত্যুতে তার পরিবারকে বাংলাদেশ রেলওয়ে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্ট রায় দিয়েছিলেন। পরে ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে দুটি প্রতিষ্ঠান। ওই লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে হাইকোর্টের দেওয়া ক্ষতিপূরণের রায় বহাল থাকছে।

২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি হাইকোর্ট জিহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের রায় দেওয়ার ঘোষণা করেন। রায়ে ৯০ দিনের মধ্যে রেলওয়েকে ১০ লাখ ও ফায়ার সার্ভিসকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ জিহাদের পরিবারকে বুঝিয়ে দিতে নির্দেশ দেন হাইকোর্ট। ২০১৭ সালের ১০ অক্টোবর এ মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়। কিন্তু ৯০ দিন হয়ে গেলেও ক্ষতিপূরণ বুঝিয়ে না দেওয়া রেলওয়ে ও ফায়ার সার্ভিসকে লিগ্যাল নোটিশ দেন আইনজীবী।

২০১৪ সালের ২৬ ডিসেম্বর রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে পরিত্যক্ত গভীর নলকূপের খোলা পাইপে পড়ে মারা যায় চার বছরের শিশু জিহাদ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads