• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
কুমিল্লার এক মামলায় খালেদার জামিন অন্যটি খারিজ

বিএনপি নেত্রী খালেদা জিয়া

সংরক্ষিত ছবি

আইন-আদালত

কুমিল্লার এক মামলায় খালেদার জামিন অন্যটি খারিজ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৭ আগস্ট ২০১৮

কুমিল্লায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতার মামলায় বিএনপি নেত্রী খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। অন্যদিকে কুমিল্লার হত্যা মামলায় জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ হয়েছে। খালেদা জিয়ার আইনজীবীরা বলেছেন, হত্যা মামলায় জামিন খারিজ হলেও এ আবেদনটি পরে আবার অন্য বেঞ্চে উত্থাপন করা হবে। গতকাল সোমবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মজিবুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন মাহবুব উদ্দিন খোকন, কায়সার কামাল, মাসুদ রানা, একেএম এহসানুর রহমান প্রমুখ। সরকারপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ।

আদেশের পর খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন গণমাধ্যমকে বলেন, ‘কুমিল্লার বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি প্রধানকে ছয় মাসের জামিন দেওয়া হয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়ও তিনি জামিনে রয়েছেন। এখন কুমিল্লার হত্যা মামলা ও নড়াইলে মানহানির মামলায় জামিন পেলে তিনি কারামুক্ত হতে পারবেন।

গত ১ জুলাই এ মামলায় খালেদা জিয়াকে গ্রেফতার দেখিয়ে জামিনের আবেদনের শুনানির জন্য ৬ আগস্ট দিন ধার্য রাখেন কুমিল্লার আদালত। এরপর গত ২৩ জুলাই হাইকোর্ট এক আদেশে বিচারিক আদালতে এই মামলায় খালেদা জিয়ার করা জামিনের আবেদন ২৬ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছিলেন। কুমিল্লার বিশেষ ট্রাইব্যুনাল খালেদার জামিন নামঞ্জুর করে আদেশ দেন। এই আদেশের বিরুদ্ধে খালেদা জিয়া আপিল করে জামিন চান। তার আবেদনের ওপর শুনানি শেষে ছয় মাসের জামিন দেওয়া হলো গতকাল। এছাড়া এর আগে এই মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন খালেদা জিয়া। আবেদনটির শুনানি চলছে।’

২০১৫ সালের ২ ফেব্রুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে ৮ যাত্রী মারা যান। আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে পরদিন ৭৭ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেন।

হত্যা মামলায় আবেদন খারিজ

চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমায় আটজন নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এ মামলায় এখন আবার জামিন আবেদন করা হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। নাশকতার মামলায় জামিন মঞ্জুর করা হাইকোর্টের একই বেঞ্চ এই খারিজ আদেশ দেন।

গত ২ জুলাই চৌদ্দগ্রাম থানায় এ হত্যা মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া ৬ মাসের জামিন স্থগিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে জামিন দেওয়া প্রশ্নে জারি করা হাইকোর্টের রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন আপিল বিভাগ। নির্দেশনা অনুযায়ী হাইকোর্টে রুল শুনানির জন্য ১০ জুলাই দিন ধার্য করেন। এরপর রুলের শুনানি শেষে গতকাল মামলাটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করা হয়।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads