• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
কোটা আন্দোলন নেতা লুমা রিমান্ডে

কোটা আন্দোলন নেতা লুমা

সংরক্ষিত ছবি

আইন-আদালত

কোটা আন্দোলন নেতা লুমা রিমান্ডে

  • আদালত প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ আগস্ট ২০১৮

সড়ক আন্দোলন চলাকালীন দুই ছাত্রের মৃত্যুর গুজব ছড়ানোর মামলায় কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক লুৎফুন্নাহার লুমার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর রমনা থানার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন করা ওই মামলায় গতকাল বৃহস্পতিবার তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে পুলিশ।

তদন্তকারী কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের জন্য লুমার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে তার আইনজীবী জায়েদুর রহমান রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম জামিনের আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেফতার লুমা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার বাঐখোলা গ্রামের আবদুল কুদ্দুছের মেয়ে। গত বুধবার ভোরে ডিএমপির তদন্ত টিম ও সিরাজগঞ্জের বেলকুচি থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে যমুনা নদীর দুর্গম চরাঞ্চল ক্ষিদ্র-গাছচাপরীর দাদাবাড়ি তাকে গ্রেফতার করে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads