• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
সেনাসদস্য হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার ২

ঝিনাইদহে ডাকাত দলের ছুরিকাঘাতে নিহত সেনা সদস্য সাইফুল ইসলাম (৩২) হত্যায় জড়িত সন্দেহে দুই জনকে গ্রেফতার

সংগৃহীত ছবি

আইন-আদালত

সেনাসদস্য হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার ২

  • ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত ২০ আগস্ট ২০১৮

জেলার সদর উপজেলায় শনিবার রাতে ডাকাতদের দায়ের কোপে সাইফুল ইসলাম (৩২) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল রোববার দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো— মিজানুর রহমান মিজান ও আকিমুল হোসেন। সদর উপজেলার আসাননগর ও সাধুহাটী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, তাদের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহূত একটি দা উদ্ধার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে উপজেলার হাড়ংঘাটা এলাকায় ডাকাতদের দায়ের কোপে গুরুতর আহত হন সাইফুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১০টায় তিনি মারা যান। এ ঘটনায় ওই রাতেই নিহতের বাবা হাবিজুদ্দীন হাবু অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন।

গতকাল সকালে সেনাসদস্যের লাশ যশোর সেনাবাহিনীর একটি গাড়িতে করে তার গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। লাশ বংকিরা গ্রামে পৌঁছলে তার পরিবার, স্বজন ও গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads