• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
আলোচিত আজাদ হত্যা মামলার পুনঃতদন্ত শুরু

যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদ আলম আজাদ শেখ

সংগৃহীত ছবি

আইন-আদালত

আলোচিত আজাদ হত্যা মামলার পুনঃতদন্ত শুরু

  • ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ সেপ্টেম্বর ২০১৮

ময়মনসিংহ নগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদ আলম আজাদ শেখ হত্যাকাণ্ডের এক মাস পর হাইকোর্টের নির্দেশে মামলা রুজু করেছে পুলিশ। গতকাল রোববার থেকে পুনরায় এ মামলার তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে আসামিদের গ্রেফতারেও মাঠে নেমেছে পুলিশ।

এ ব্যাপারে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, ‘মামলা হওয়ার আগে ও পরে পুলিশ স্বাভাবিকভাবেই তদন্ত কার্যক্রম চালাতে পারে। আসামিদের ধরতে অভিযান চলছে।’

গত ৩১ জুলাই নগরীর আকুয়ার নাজিরবাড়িতে পূর্ব-বিরোধের জের ধরে আজাদকে গুলি, জবাই ও কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এ হত্যাকাণ্ডের দুই দিন পর ২ আগস্ট ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান ছেলে মোহিত-উর-রহমান শান্তসহ ২৫ জনকে আসামি করে একটি এজাহার দায়ের করেন নিহত আজাদের স্ত্রী দিলরুবা আক্তার দিলু। কিন্তু অধিকতর তদন্তের অজুহাতে পুলিশ এক মাসেও মামলা রুজু করেনি। পরে হাইকোটের নির্দেশে ৩১ আগস্ট রাতে মামলা রুজু করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads