• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
খালেদা জিয়ার চিকিৎসা চেয়ে রিট

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

সংগৃহীত ছবি

আইন-আদালত

খালেদা জিয়ার চিকিৎসা চেয়ে রিট

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৯ সেপ্টেম্বর ২০১৮

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা দেশের যেকোনো বিশেষায়িত হাসপাতালে হোক, এই মর্মে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, ‘রিটে বিশেষায়িত যেকোনো হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার নির্দেশ এবং এ বিষয়ে কারা কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে নির্দেশনা চাওয়া হয়েছে।’

শুরু থেকেই খালেদা জিয়ার বিভিন্ন শারীরিক অসুস্থতার কথা জানিয়ে তার সুচিকিৎসা দাবি করে আসছে তার আইনজীবীরা। কিন্তু সেখানে কোনো প্রতিকার না পেয়ে তারা এ রিট দায়ের করেন বলে তার আইনজীবীরা জানিয়েছেন।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়। রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই আছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads