• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
আসামিদের মৃত্যুদণ্ড চায় সরকার পক্ষ

২১ আগস্ট গ্রেনেড হামলার বিভৎস ছবি

সংরক্ষিত ছবি

আইন-আদালত

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা

আসামিদের মৃত্যুদণ্ড চায় সরকার পক্ষ

আজ ধার্য হতে পারে রায়ের দিন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ সেপ্টেম্বর ২০১৮

একুশে আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলা মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চেয়েছে সরকার পক্ষ (প্রসিকিউশন)। এদিকে আজই মঙ্গলবার আইনি যুক্তিতর্ক শেষে আলোচিত এ মামলার রায়ের দিন ধার্য হতে পারে। গতকাল সোমবার রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে আসামিদের সর্বোচ্চ সাজা দাবি করে সরকার পক্ষ। দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ২টা ১৫ মিনিট পর্যন্ত শুনানি চলে। সরকার পক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান গণমাধ্যমকে বলেছেন, আমরা আইনি যুক্তি উপস্থাপন শেষ করেছি। আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেছি। আগামীকাল (মঙ্গলবার) আসামি পক্ষ থেকে একজন যুক্তি উপস্থাপন করবেন। এরপর বিচারক রায়ের দিন ধার্য করবেন।

শুনানিতে সৈয়দ রেজাউর রহমান এ মামলায় যারা জামিনে রয়েছেন তাদের জামিন বাতিল করে রায়ের আগমুহূর্ত পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। যাতে জামিনে থাকা আসামিরা আত্মগোপন করতে না পারে। শুনানিতে আইনগত যুক্তি উপস্থাপনের সময় ১০ ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ওই স্থানগুলোয় বসেই ২১ আগস্ট হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের ছক করা হয়েছিল। তিনি বলেন, সকল আসামির বিরুদ্ধেই প্রসিকিউশন সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। সৈয়দ রেজাউর রহমান বলেন, ২১ আগস্ট হামলায় ১৫টি আর্জেস গ্রেনেড ব্যবহূত হয়েছে। এর মধ্যে অবিস্ফোরিত অবস্থায় ৪টি গ্রেনেড উদ্ধার করা হলেও আদালতের অনুমতি ছাড়াই সেগুলো ধ্বংস করা হয়েছে। শোনা সাক্ষীর বিষয়ে রেফারেন্স পেশ করেন প্রবীণ এ আইনজীবী। গ্রেনেড হামলার ঘটনায় বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতে দাখিল করেন তিনি। এই মামলার অপর কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল গণমাধ্যমকে বলেন, ২১ আগস্ট হামলার মূল উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করা।

অপর দিকে মামলার আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আইনজীবী এস এম শাহজাহান এই মামলায় অধিকতর তদন্ত আইনসঙ্গত হয়নি বলে দাবি করেন। আজই তার আইনগত যুক্তি উপস্থাপন শেষ হবে বলে জানিয়েছেন আইনজীবী এস এম শাহজাহান।

প্রসিকিউশন পক্ষে তিন কার্যদিবস মোশাররফ হোসেন কাজল, বিশেষ পিপি মো. আবু আবদুল্লাহ ভূঁইয়া ও আকরাম উদ্দিন শ্যামল আইনি যুক্তিতর্ক পেশ করেন।

গত ৫, ১০, ১১ ও ১২ সেপ্টেম্বর সরকার পক্ষে আইনি যুক্তি উপস্থাপন করেন মোশাররফ হোসেন কাজল, বিশেষ পিপি মো. আবু আবদুল্লাহ ভূঁইয়া ও আকরাম উদ্দিন শ্যামল। আসামি পক্ষে গত ৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আইনজীবী এস এম শাহজাহান আইনি যুক্তি শেষ করেন। এ নিয়ে ১১৮ কার্যদিবস যুক্তিতর্ক শুনানি হয়েছে। তার মধ্যে  ৮৯ কার্যদিবসে আসামিপক্ষ যুক্তি উপস্থাপন করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads