• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
‘বৃহস্পতিবার আদালতে হাজির হবেন না খালেদা জিয়া’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

সংগৃহীত ছবি

আইন-আদালত

‘বৃহস্পতিবার আদালতে হাজির হবেন না খালেদা জিয়া’

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ সেপ্টেম্বর ২০১৮

গুরুতর অসুস্থ থাকার কারণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামীকাল বৃহস্পতিবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজির হবেন না।

আজ বুধবার পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার পর সাংবাদিকদের এমন কথা জানান তার আইনজীবী সানাউল্লাহ মিয়া।

তিনি বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি সুস্থ হওয়ার পর অবশ্যই আদালতে হাজির হবেন।

এর আগে বিকেল সোয়া ৪টার দিকে পুরাণ ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার প্রবেশ করেন।

 

গত ১৩ সেপ্টেম্বর এ মামলায় খালেদা জিয়ার অনুপস্থিতিতে তার বিচার কারাগারে বসানো আদালতে চলবে কি না, সেই বিষয়ে আদেশ দেয়ার জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন আদালত। সেদিন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অনুমতি চেয়ে আদালতের কাছে আবেদন করেন আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি এত দিন চলছিল বকশীবাজারে আলিয়া মাদরাসার পাশে কারা অধিদপ্তরের মাঠে বিশেষ এজলাসে।

নিরাপত্তার কারণ দেখিয়ে গেল ১১ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে পুরাণ ঢাকার কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের ৭ নম্বর কক্ষকে আদালত ঘোষণা করে মামলার শুনানি করার নির্দেশ দেন।

পরে ১৩ সেপ্টেম্বর খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক ড. মো. আক্তারুজ্জামান এ আদেশ দিয়ে মামলার কার্যক্রম ২০ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। সেদিন থেকে তিনি পুরাণ ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে একাই কারাবন্দি হিসেবে রয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads