• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় কারাগারে চবি শিক্ষক

প্রতীকী ছবি

আইন-আদালত

প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় কারাগারে চবি শিক্ষক

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ২৪ সেপ্টেম্বর ২০১৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক মাইদুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে আইসিটি আইনে করা মামলায় জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।

আজ সোমবার চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন এ আদেশ দেন।

চট্টগ্রাম জেলা পিপি একেএম সিরাজুল ইসলাম জানান, ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় আদালত চবি শিক্ষক মাইদুলের জামিন বাতিল করে তাকে জেলহাজতে পাঠানোন নির্দেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী দুলাল লাল ভৌমিক জানান, গত ৬ আগস্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি এনায়েতুর রহিম ও মোস্তাফিজুর রহমানের আদালত তাকে আট সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন দিয়েছিলেন। উচ্চ আদালত তাকে এ সময়ের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। উচ্চ আদালতের আদেশের প্রতি সম্মান জানিয়ে মাইদুল ইসলাম সোমবার সকালে নি¤œ আদালতে আত্মসমর্পন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

গত ২৩ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলামের বিরুদ্ধে চট্টগ্রামের হাটহাজারী থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেন চবি ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ইফতেখার উদ্দিন আয়াজ। মামলায় তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগ আনা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads