• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
মাদারীপুরে গৃহবধূ হত্যায় স্বামীসহ ৩ আসামির ফাঁসি

আদালত

প্রতীকী ছবি

আইন-আদালত

মাদারীপুরে গৃহবধূ হত্যায় স্বামীসহ ৩ আসামির ফাঁসি

  • মাদারীপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ সেপ্টেম্বর ২০১৮

মাদারীপুরে পাঁচ বছর আগে এক গৃহবধূ হত্যা মামলায় স্বামীসহ তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরিফউদ্দিন আহম্মেদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বাবু সরদার, উজ্জ্বল খান ও নাঈম চৌকিদার। মাদারীপুর জজ কোর্টের পিপি মো. এমরান লতিফ জানান, বাবু ও নাঈম গ্রেফতার হলেও উজ্জ্বল পলাতক রয়েছেন। রায়ের পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

আদালত ও মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৩ সালে মাদারীপুর সদরের রকেটবিড়ি এলাকার শাহআলম খাঁয়ের মেয়ে শাহাজাদী বেগমের (১৮) সঙ্গে তার প্রেমিক শরিয়তপুরের পালং থানার খালেক সরদারের ছেলে বাবু সরদারের (২০) বিয়ে হয়। ওই বছরের ২৮ জুলাই শ্বশুরবাড়ি থেকে শাহাজাদীকে নিয়ে বের হয় বাবু। এরপর থেকেই শাহাজাদীর পরিবারের লোকজন তাদের আর কোনো খোঁজ পায়নি। এমনকি বাবুর পরিবারের লোকজনের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ঘটনার পর ৯ আগস্ট মাদারীপুর সদরের পাঁচখোলা এলাকায় আড়িয়াল খাঁ নদ থেকে শাহাজাদীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের মা নাছিমা বেগম বাদী হয়ে শাহাজাদীর স্বামী বাবু সরদার, শ্বশুর খালেক সরদার ও শাশুড়ি মেহেরজানের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে বাবু, উজ্জ্বল ও নাঈমের বিরুদ্ধে অভিযোগ পত্র জমা দেয় পুলিশ। অপর আসামি খালেক সরদার ও মেহেরজানকে অব্যাহতি দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads