• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
খালেদা জিয়ার জামিনের মেয়াদ বেড়েছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

সংগৃহীত ছবি

আইন-আদালত

খালেদা জিয়ার জামিনের মেয়াদ বেড়েছে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ অক্টোবর ২০১৮

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে জামিনের মেয়াদ ১৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করেছে হাইকোর্ট।

বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেয়।

এ মামলায় ছয় আসামির মধ্যে খালেদা জিয়াসহ তিনজন কারাবন্দি। বাকি তিন আসামী এখনও পলাতক। খালেদা জিয়া ছাড়া কারাগারে থাকা দুই আসামি হলেন- মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ।

পলাতক তিনজন হলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও তারেক রহমানের ফুফাত ভাই মমিনুর রহমান।

গত ৮ ফেব্রুয়ারি বিচারিক আদালত খালেদা জিয়াকে এ মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে রায় দেয়। একইসঙ্গে তারেক রহমান, সালিমুল হক কামাল, শরফুদ্দিন আহমেদ, ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়।

এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়াসহ তিন আসামী। এখন এর আপিল শুনানি চলছে।

এছাড়াও খালেদার সাজা বৃদ্ধি চেয়ে আপিল করে দুদক। আদালতে এর রুল জারি করে। এখন ওই রুলের শুনানিও হাইকোর্টে চলছে।

এ মামলায় খালেদা জিয়ার চার মাসের জামিন মঞ্জুর করে উচ্চ আদালত। এ নিয়ে কয়েক দফা তার জামিনের মেয়াদ বাড়ানো হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads