• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ব্যারিস্টার মইনুল হোসেন

সংগৃহীত ছবি

আইন-আদালত

ব্যারিষ্টার মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

  • জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২১ অক্টোবর ২০১৮

টেলিভিশনের টকশোতে নারী সাংবাদিককে কটূক্তির অভিযোগে সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ২০ হাজার কোটি টাকার মানহানী মামলা করেছেন জামালপুর যুব মহিলা লীগের আহবায়িকা ফারজানা ইয়াসমিন লিটা।

আজ রোববার জামালপুর আমলী আদালতে হাজির হয়ে মামলাটি দায়ের করেন তিনি। মামলাটি আমলে নিয়ে ব্যারিষ্টার মাইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোলায়মান কবির। 

মামলার বিবরণী বলা হয়, গত ১৬ অক্টোবর একটি বেসরকারী চ্যানেলের টকশোতে ব্যারিস্টার মইনুল হোসেনকে জামায়াতের পক্ষ নিয়ে কাজ করছেন কিনা সাংবাদিক মাসুদা ভাট্টি প্রশ্ন করলে উত্তরে ব্যারিস্টার মাইনুল হোসেন তাকে চরিত্রহীনা অখ্যায়িত করে বক্তব্য রাখেন। নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীনা বলায় সকল নারী সমাজকে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে স্বপ্রণোদিত হয়ে মানহানির মামলাটি দায়ের করেছেন বলে বাদী মামলার এজাহারে উল্লেখ করেছেন। মামলাটি পরিচালনা করেছেন অ্যাডভোকেট বাকী বিল্লাহ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads