• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
জাফরুল্লাহর মামলার জামিন শুনানিতে বিব্রত হাইকোর্ট বেঞ্চ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী

সংগৃহীত ছবি

আইন-আদালত

জাফরুল্লাহর মামলার জামিন শুনানিতে বিব্রত হাইকোর্ট বেঞ্চ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ অক্টোবর ২০১৮

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আশুলিয়া থানায় করা মাছ চুরির মামলায় জামিন আবেদনের শুনানিতে বিব্রত হয়েছে হাই কোর্টের একটি বেঞ্চ।

আজ সোমবার দুপুরের পর বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ এবং বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চে এ বিব্রতবোধ করেন।

আদালতে জাফরুল্লাহ চৌধুরীর পক্ষে শুনানি করেন জয়নুল আবেদীন; সঙ্গে ছিলেন মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাফি আহমেদ।

রাফি আহমেদ সাংবাদিকদের জানান, মাছ চুরির মামলায় জামিন শুনানিতে একজন বিচারপতি বিব্রতবোধ করেছেন। এখন নিয়ম অনুসারে আবেদনটি প্রধান বিচারপতির কাছে যাবে। তিনি একটি নতুন বেঞ্চ ঠিক করে দেবেন।

গত ২৪ অক্টোবর দিনগত রাতে রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকার বাসিন্দা কাজী মহিবুর রব নামে এক ব্যক্তি ডা. জাফরুল্লাহকে প্রধান আসামি করে দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় ডা. জাফরুল্লাহসহ দুইজনের নাম উল্লেখ করা ছাড়াও অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads