• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
ব্যারিস্টার মইনুলের স্বাস্থ্য পরীক্ষা ও নিরাপত্তার নির্দেশ

ব্যারিস্টার মইনুল ইসলাম

সংগৃহীত ছবি

আইন-আদালত

ব্যারিস্টার মইনুলের স্বাস্থ্য পরীক্ষা ও নিরাপত্তার নির্দেশ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ নভেম্বর ২০১৮

কারাগারে থাকা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের স্বাস্থ্য পরীক্ষা করে আগামী রোববারের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।  বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

রংপুর কারা কর্তৃপক্ষ ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

একই সঙ্গে রংপুর থেকে অন্য কোনো জেলায় স্থানান্তরের সময় ব্যারিস্টার মইনুল হোসেনকে যথাযথ নিরাপত্তা দিতে সরকার নির্দেশ দিয়েছেন আদালত।

পৃথক দুটি রিট আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একইসঙ্গে আগামী রোববার আবেদন দুটির পরবর্তী শুনানির জন্য দিন ঠিক করা হয়।

আদালতে ব্যারিস্টার মইনুলের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।

গত ৭ নভেম্বর বিশেষায়িত হাসপাতালে ব্যারিস্টার মইনুলের চিকিৎসা ও রংপুর আদালতে লাঞ্ছিত হওয়ার ঘটনায় সরকারের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক দুটি রিট করা হয়। মইনুলের স্ত্রী সাজু হোসেন এ রিট দায়ের করেন।

একটি  টেলিভিশন চ্যানেলের টক শোতে নারীর প্রতি বিদ্বেষপূর্ণ মন্তব্য করার অভিযোগে রংপুর মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা হলে ২২ অক্টোবর মইনুল হোসেনকে গ্রেফতার করা হয়। পরের দিন দুপুরের দিকে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কায়সারুল ইসলাম শুনানি নিয়ে মইনুল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ ঘটনায় রংপুর, জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে এ পর্যন্ত ১৮টি মামলা দায়ের হয়েছে মইনুলের বিরুদ্ধে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads