• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
বিশেষায়িত হাসপাতালে খালেদার চিকিৎসা চলমান রাখতে রিট

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

সংগৃহীত ছবি

আইন-আদালত

কুমিল্লার মামলায় জামিন শুনানি ২৫ নভেম্বর

বিশেষায়িত হাসপাতালে খালেদার চিকিৎসা চলমান রাখতে রিট

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ নভেম্বর ২০১৮

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতাল থেকে কারাগারে পাঠানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়েছে হাইকোর্টে। রিটে খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করে চিকিৎসাসেবা চলমান রাখার আরজি জানানো হয়েছে। বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্র সচিব, কারা কর্তৃপক্ষ, বিএসএমএমইউ কর্তৃপক্ষসহ নয়জনকে।

আজ রোববার ব্যারিস্টার নওশাদ জমির রিট আবেদনটি দায়ের করেন।

উচ্চ আদালতের নির্দেশে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালেচিকিৎসাধীন খালেদা জিয়াকে গত বৃহস্পতিবার নাজিমউদ্দিন রোডের কারা আদালতে নেওয়ার পর কারাগারে রাখা হয়। এর পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান আইনজীবী জয়নুল আবেদীন অভিযোগ করেছিলেন চিকিৎসা বোর্ডের ছাড়পত্র ছাড়া এবং উচ্চ আদালতকে অবহিত না করে কারাগারে নিয়ে যাওয়ায় আদালত অবমাননা হয়েছে। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে আজ সোমবার এ রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।

খালেদা জিয়ার অন্যতম আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, চিকিৎসা শেষ না করে বিএনপি চেয়ারপারসনকে কারাগারে পাঠিয়ে দেওয়া মৌলিক অধিকারের পরিপন্থী। আমরা তাকে বিশেষায়িত হাসপাতালে রেখে চিকিৎসাসেবা চলমান রাখার আর্জি জানিয়েছি এবং যথাযথ চিকিৎসাসেবা কেন দেওয়া হবে না মর্মে রুল চেয়েছি।

গত ৪ অক্টোবর চিকিৎসাসেবা সংক্রান্ত একটি রিট আবেদনের নিষ্পত্তি করে কারাবন্দি খালেদা জিয়াকে দ্রুত রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি এবং তার চিকিৎসায় গঠিত পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড পুনর্গঠনে কারা কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে যাথাযথ মর্যাদার সঙ্গে মানসম্মত চিকিৎসাসেবা দিতে বলা হয় আদেশে। দুদিন পর খালেদা জিয়াকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। গত ৮ নভেম্বর বিএসএমএমইউ থেকে তাকে নাজিম উদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

কুমিল্লার মামলায় খালেদার জামিন শুনানি ২৫ নভেম্বর : আমাদের কুমিল্লা প্রতিনিধি জানিয়েছেন, জেলার চৌদ্দগ্রামের জগমোহনপুরে নৈশকোচে পেট্রোলবোমা মেরে আটজনকে পুড়িয়ে হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি পিছিয়েছে। গতকাল রোববার কুমিল্লার অতিরিক্ত জেলা দায়রা জজ তৃতীয় আদালতে মামলার জামিন শুনানি হয়। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ অধিকতর শুনানির জন্য অতিরিক্ত সময় আবেদন করেন। এরপর উভয় পক্ষের আইজীবীদের বক্তব্য শেষে ২৫ নভেম্বর অধিকতর চার্জ শুনানির দিন ধার্য করেন বিচারক আবদুর রহিম। আদালতে শুনানি শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী কাইমুল হক রিংকু। মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে আট যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads