• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
‘মইনুল হোসেনের যথাযথ চিকিৎসা কেন নয়’

ব্যারিস্টার মইনুল হোসেন

সংগৃহীত ছবি

আইন-আদালত

‘মইনুল হোসেনের যথাযথ চিকিৎসা কেন নয়’

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ নভেম্বর ২০১৮

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেনকে ঢাকায় এনে যথাযথ চিকিৎসার নির্দেশ কেন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী এক সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, কারা মহাপরিদর্শক, কারা কর্তৃপক্ষ ঢাকা, রংপুর কারা কর্তৃপক্ষ, ঢাকার সিভিল সার্জন, রংপুরের সিভিল সার্জন ও জেলা প্রশাসককে (ডিসি) এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

ব্যারিস্টার মইনুল হোসেনের স্ত্রী সাজু হোসেনের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আজ রোববার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবির সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. মাসুদ রানা। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।

এর আগে গত ৮ নভেম্বর ব্যারিস্টার মইনুল হোসেনের স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুসারে রংপুর কারা কর্তৃপক্ষ এবং রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন আদালতে দাখিল করেছে। ওই প্রতিবেদনের ওপর আগামী রোববার শুনানি হবে।

বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা এবং রংপুর আদালতে হামলা ও লাঞ্ছিত করার ঘটনায় সরকারের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে গত ২ নভেম্বর হাইকোর্টে মইনুল হোসেনের স্ত্রী সাজু হোসেন এ রিট দায়ের করেন।

গত ৩ নভেম্বর ব্যারিস্টার মইনুল হোসেনকে রংপুর কারাগারে পাঠানো হয়। রংপুরের যুবলীগ নেত্রী মিলি বেগমের এক মানহানির মামলায় গত ২২ অক্টোবর রাতে রাজধানীর উত্তরার ঐক্যফ্রন্ট নেতা আ স ম আবদুর রবের বাসা থেকে মইনুল হোসেনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

গত ১৬ অক্টোবর একাত্তর টেলিভিশনের একটি টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলে মন্তব্য করেন মইনুল হোসেন। এরপর তার বিরুদ্ধে এ পর্যন্ত ২২টি মামলা হয়েছে সারা দেশে। এর মধ্যে ২০টি মানহানির মামলা এবং অপর ২টি ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads