• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
সাতক্ষীরায় শিশু হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

প্রতীকী ছবি

আইন-আদালত

সাতক্ষীরায় শিশু হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

  • কে এম আনিছুর রহমান, সাতক্ষীরা
  • প্রকাশিত ১২ নভেম্বর ২০১৮

সাতক্ষীরায় দশ বছরের শিশু স্কুল ছাত্র তাপস বিশ্বাসকে হত্যা করার অপরাধে অশোক কুমার বিশ্বাস নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। একই সাথে লাশ গুম করার অপরাধে তিন বছর কারাদন্ড ও তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার দুপুরে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক অরুণাভ চক্রবর্তী এই রায় দেন।

এ সময় দন্ডিত আসামি অশোক কুমার বিশ্বাস ওরফে টুপাল কাঠগড়ায় উপস্থিত ছিল। অশোক তালা উপজেলার রাড়িপাড়া গ্রামের মহাদেব বিশ্বাসের ছেলে।

মামলার বিবরন দিয়ে পিপি এ্যাড. তপন কুমার দাস জানান, ২০০৭ সালের ১৭ মার্চ সাতক্ষীরার তালা উপজেলার রাড়িপাড়া গ্রামের মালোপাড়ার হরেন বিশ্বাসের ছেলে রাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র তাপস বিশ্বাসকে (১০) অপহরন করে নিয়ে যায় ওই আসামিসহ তার সহপাটিরা । পরে তাকে ঘরের মধ্যে শ্বাসরোধ করে হত্যার পর বাড়ির পাশে একটি পুকুরপাড়ে লাশ পুতে রাখে। পরদিন পুলিশ লাশটি উদ্ধার করে। এ সময় গ্রেফতার করা হয় ঘাতক অশোকসহ কয়েকজনকে।

এ ঘটনায় পাটকেলঘাটা থানায় পুলিশের পক্ষ থেকে এসআই কাজি শহিদুজ্জামান একটি মামলা হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ কয়েকজনের বিরুদ্ধে আদালতের চার্জশীট দেয়। আদালত স্বাক্ষ্য গ্রহন শেষে সোমবার দুপুরে এ মামলার প্রধান আসামি অশোক কুমার বিশ্বাসকে যাবজ্জীবন কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে লাশ গুম করার অপরাধে তিন বছর কারাদন্ড ও তিন হাজার টাকা জরিমানা করা হয়।
সরকার পক্ষে এ মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি এ্যাড. জিয়াউর রহমান । আসামি পক্ষে ছিলেন এ্যাড. আবদুল মজিদ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads