• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
প্রধানমন্ত্রীকে হুমকির মামলায় কারাগারে গিয়াস কাদের

বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

সংরক্ষিত ছবি

আইন-আদালত

প্রধানমন্ত্রীকে হুমকির মামলায় কারাগারে গিয়াস কাদের

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ২৩ নভেম্বর ২০১৮

বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলার শুনানি শেষে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম জয়ন্তী রানী তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন। চট্টগ্রাম জেলা পুলিশের আদালত পরিদর্শক বিজন কুমার বড়ুয়া জানান, প্রধানমন্ত্রীকে হুমকির অভিযোগে ফটিকছড়ি থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে এক ছাত্রলীগ নেতা তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় তিনি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ২৯ মে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ফটিকছড়িতে এক আলোচনা সভায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিণতি বঙ্গবন্ধুর চেয়েও খারাপ হবে। তার ওই বক্তব্য চট্টগ্রামের একটি স্থানীয় দৈনিকে প্রকাশিত হলে তোলপাড় শুরু হয়। এ ঘটনার পরদিন ফটিকছড়ি থানায় গিয়াসসহ আরো ৫০-৬০ জনকে আসামি করে মামলাটি করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধের দায়ে ফাঁসিতে দণ্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই। তিনি আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চট্টগ্রাম-২ ফটিকছড়ি, চট্টগ্রাম-৬ রাউজান এবং চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসন থেকে বিএনপির মনোনয়ন ফরম নিয়েছেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads