• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
নাদিমের ধানের শীষ নজরুলের হাতে 

সংগৃহীত ছবি

আইন-আদালত

হাইকোর্টের আদেশ  

নাদিমের ধানের শীষ নজরুলের হাতে 

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ ডিসেম্বর ২০১৮

হাইকোর্টের আদেশে এবার বদলে গেল প্রতীক। ধানের শীষ প্রতীকে প্রচার-প্রচারণা শুরু করেছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের বিএনপি প্রার্থী নাদিম মোস্তফা। কিন্তু বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি মো. খায়রুল আলমের ডিভিশন বেঞ্চ প্রতীকটি অধ্যাপক নজরুল ইসলামকে দেওয়ার নির্দেশ দেন গতকাল সোমবার। সেই সঙ্গে নাদিম মোস্তফাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ কেন বাতিল করা হবে না-এই মর্মে রুলও জারি করেন। নজরুল ইসলামের রিপটিশনের শুনানি শেষে আদালত এ আদেশ ও রুল জারি করেন।  

নাদিম মোস্তফার কৌঁসুলি মিনহাজুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, সাবেক এমপি ও বিএনপি নেতা নাদিম মোস্তফাকে রিটার্নিং অফিসারের দেওয়া ধানের শীষ প্রতীক বরাদ্দ কেন বাতিল করা হবে না- এ মর্মে রুল জারি করে তাকে প্রতীক বরাদ্দ দেওয়ার বিষয়ে স্থগিতাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে, আদালত অধ্যাপক নজরুল ইসলামকে ধানের শীষ প্রতীক বরাদ্দের নির্দেশ দিয়েছেন। ফলে ওই আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থী এখন নজরুল ইসলামই।  

গত ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে ঋণখেলাপিসহ কয়েকটি কারণে নাদিম মোস্তফার মনোনয়ন বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। গত ৮ ডিসেম্বর আপিলে নির্বাচন কমিশন থেকে প্রার্থিতা ফিরে পান  নাদিম মোস্তফা। পরে রাজশাহী-৫ আসনে বিএনপির এই সাবেক সংসদ সদস্যকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করে বিএনপির হাইকমান্ড। তিনি প্রচার-প্রচারণাও শুরু করেন। এর আগে ২ ডিসেম্বর নজরুল ইসলাম চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। নাদিম মোস্তফার মনোনয়নপত্র বাতিল হওয়ায় তার পরিবর্তে এই আসনে নজরুল ইসলামকে চূড়ান্ত প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছিল বিএনপি। কিন্তু নির্বাচন কমিশনে আপিল করে নাদিম মোস্তফার রাজশাহী-৫ আসনে মনোনয়নপত্র বৈধ হওয়ায় দলের পক্ষ থেকে নজরুল ইসলামকে বাতিল করে তাকে মনোনয়ন দেওয়া হয়। এটি গণপ্রতিনিধিত্ব আদেশের পরিপন্থী বলে হাইকোর্টে রিট করেন অধ্যাপক নজরুল ইসলাম। আদালতে অধ্যাপক নজরুল ইসলামের পক্ষে শুনানি করেন আলী আশরাফ। শুনানি শেষে আদালত এ আদেশ ও রুল জারি করেন।  

নাদিম মোস্তফার কৌঁসুলি মিনহাজুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, সাবেক এমপি ও বিএনপি নেতা নাদিম মোস্তফাকে রিটার্নিং অফিসারের দেওয়া ধানের শীষ প্রতীক বরাদ্দ কেন বাতিল করা হবে না- এ মর্মে রুল জারি করে তাকে প্রতীক বরাদ্দ দেওয়ার বিষয়ে স্থগিতাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে, আদালত অধ্যাপক নজরুল ইসলামকে ধানের শীষ প্রতীক বরাদ্দের নির্দেশ দিয়েছেন। ফলে ওই আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থী এখন নজরুল ইসলামই।  

গত ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে ঋণখেলাপিসহ কয়েকটি কারণে নাদিম মোস্তফার মনোনয়ন বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। গত ৮ ডিসেম্বর আপিলে নির্বাচন কমিশন থেকে প্রার্থিতা ফিরে পান  নাদিম মোস্তফা। পরে রাজশাহী-৫ আসনে বিএনপির এই সাবেক সংসদ সদস্যকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করে বিএনপির হাইকমান্ড। তিনি প্রচার-প্রচারণাও শুরু করেন। এর আগে ২ ডিসেম্বর নজরুল ইসলাম চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। নাদিম মোস্তফার মনোনয়নপত্র বাতিল হওয়ায় তার পরিবর্তে এই আসনে নজরুল ইসলামকে চূড়ান্ত প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছিল বিএনপি। কিন্তু নির্বাচন কমিশনে আপিল করে নাদিম মোস্তফার রাজশাহী-৫ আসনে মনোনয়নপত্র বৈধ হওয়ায় দলের পক্ষ থেকে নজরুল ইসলামকে বাতিল করে তাকে মনোনয়ন দেওয়া হয়। এটি গণপ্রতিনিধিত্ব আদেশের পরিপন্থী বলে হাইকোর্টে রিট করেন অধ্যাপক নজরুল ইসলাম। আদালতে অধ্যাপক নজরুল ইসলামের পক্ষে শুনানি করেন আলী আশরাফ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads