• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
শিমুলিয়া ঘাটে ৩টি হোটেলকে জরিমানা ও স্পিডবোট ঘাট পরিদর্শন

প্রতিনিধির পাঠানো ছবি

আইন-আদালত

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি

শিমুলিয়া ঘাটে ৩টি হোটেলকে জরিমানা ও স্পিডবোট ঘাট পরিদর্শন

  • লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ জানুয়ারি ২০১৯

অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করায় এবং খাবারের মূল্য তালিকা না টাঙানোর কারণে লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে ৩টি হোটেলকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার তদারকির অংশ হিসেবে ঘাটের হোটেল প্রজাপতি ও হোটেল পদ্মাকে ৫ হাজার করে ১০ হাজার টাকা ও আদি কচুয়া বাগেরহাটকে ৩ হাজার টাকা জরিমানা করে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ও ৫৩ ধারায় উক্ত জরিমানা করা হয়। পরে স্পিডবোট ঘাট পরিদর্শন করেন বাজার তদারক দলটি। যাত্রীদের কাছ থেকে স্পিডবোটে নির্ধারিত ১৫০ টাকার বেশি ভাড়া নেওয়া হয় কিনা এবং আরোহীরা লাইফ জ্যাকেট পরিধান করে কিনা সরেজমিনে পরীক্ষা করা হয়। এসময় স্পিডবোট ইজারাদার কর্তৃপক্ষকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য সতর্ক করা হয়। এ বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা স্যানেটারি ইন্সপেক্টর গাজী মোহাম্মদ আমীন, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর নাজমুল হোসেন, কনজুমার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব)-এর লৌহজং উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মিজানুর রহমান ঝিলু, লৌহজং থানার এসআই হারুন-আর-রশিদসহ আরো অনেকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads