• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
হলি আর্টিজান হামলা মামলার চার্জশিটভূক্ত আসামি গ্রেফতার

হলি আর্টিজান

ফাইল ছবি

আইন-আদালত

হলি আর্টিজান হামলা মামলার চার্জশিটভূক্ত আসামি গ্রেফতার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২০ জানুয়ারি ২০১৯

হলি আর্টিজান জঙ্গি হামলার অর্থ, অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী এবং ওই হামলা মামলার চার্জশিট ভূক্ত আসামি মো. মামুনুর রশিদ ওরফে রিপন ওরফে রেজাউল করিমকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে নগদ দেড় লাখ টাকা উদ্ধার করা হয়।

গতকাল শনিবার গভীর রাতে গাজীপুরের টঙ্গী এলাকার একটি বাস থেকে তাকে গ্রেফতার করা হয় বলে র‌্যাবের একটি সূত্র নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব বলছে, হোলি আর্টিজানে জঙ্গি হামলার অর্থ, অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী এই মামুনুর রশিদ।

মামলার অভিযোগ গঠন হওয়া ব্যক্তিরা হলেন, রাজীব গান্ধী, মিজানুর রহমান ওরফে বড় মিজান, রাকিবুল হাসান রিগ্যান, হাতকাটা সোহেল মাহফুজ, হাদিসুর রহমান সাগর, রাশেদ ইসলাম ওরফে আবু জাররা, শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশীদ ওরফে রিপন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই রাতে কূটনীতিক পাড়া গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। তাদের ঠেকাতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তাও নিহত হন। ওই ঘটনায় গুলশান থানায় সন্ত্রাস বিরোধী আইন, হত্যাকাণ্ড ও তথ্য গোপনের অভিযোগে তিনটি মামলা করে পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads