• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
'জামায়াতের নিবন্ধন বাতিলের আপিল দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে'

অ্যাটর্নী জেনারেল মাহবুবে আলম

সংগৃহীত ছবি

আইন-আদালত

'জামায়াতের নিবন্ধন বাতিলের আপিল দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে'

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ ফেব্রুয়ারি ২০১৯

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল দ্রুত শুনানিতে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রোববার অ্যাটর্নি জেনারেল তার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি আরও বলেন, রাজনৈতিক দল হিসেবে যে স্বীকৃতি ছিল সেটা বাতিল হয়ে গেছে হাইকোর্টে রায়ে।  এ ব্যাপারে আপিল বিভাগে মামলা বিচারাধীন।  কাজেই প্রধানমন্ত্রী সঠিকভাবে বলেছেন, বিচারাধীন মামলার ব্যাপারে তো কোনো নির্বাহী আদেশ দেওয়া যাচ্ছে না।  আমরা চেষ্টা করব, এটা তাড়াতাড়ি শুনানি করার জন্য।

জামায়াত নেতা ব্যারিস্টার রাজ্জাকের পদত্যাগের বিষয়ে তিনি বলেন, এটাতো আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল বলেই দিয়েছেন।  তারা ক্ষমা চান বা না চান, তাতে কিছু আসে যায় না।  যুদ্ধাপরাধের বিচার অব্যাহত থাকবে, ভবিষ্যতেও চলবে।  আর এই মুহূর্তে তারাতো মাফ না চাইলে অবস্থা দিনের পর দিন আরও খারাপ হবে।  এটা হয়তো তারা বুঝতে পেরেছেন।

জামায়াত প্রসঙ্গে তিনি আরও বলেন, হিটলারতো নেই।  কিন্তু হিটলারের ভাবাদর্শ নিয়ে যদি কোনো রাজনীতি শুরু হয়, সেটা কি বুঝতে জার্মান পিপলদের অসুবিধা হবে? জামায়াতের ক্ষেত্রেও একইভাবে বলবো, কেউ যদি জামায়াতি ভাবধারায় রাজনীতি শুরু করতে চায়, সেটা কি সাধারণ জনগণ বুঝবে না?

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads