• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
হবিগঞ্জে বিএনপি প্রার্থী গউছসহ ১৪ নেতাকর্মী কারাগারে

প্রতিনিধির পাঠানো ছবি

আইন-আদালত

হবিগঞ্জে বিএনপি প্রার্থী গউছসহ ১৪ নেতাকর্মী কারাগারে

  • হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ ফেব্রুয়ারি ২০১৯

জাতীয় সংসদ নির্বাচনের দিন সহিংসতার ঘটনায় দায়ের করা ৪টি মামলায় হবিগঞ্জে বিএনপি প্রার্থী সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছ ও তার ভাই জি কে গফফারসহ ১৪ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ সোমবার জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক আমজাদ হোসেনের আদালতে হাজির হয়ে এসব মামলার ৩৩ জন আসামী জামিন আবেদন করলে বিচারক ১৪ জনকে কারাগারে প্রেরণের আদেশ দেন। বাকিদের জামিন আবেদন মঞ্জুর করা হয়।

আদালত সূত্রে জানা যায়, গত জাতীয় সংসদ নির্বাচনের দিন সদর উপজেলার তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হবিগঞ্জ শহরের জে কে এন্ড এইচ কে হাই স্কুল, সওদাগর কৃষ্ণধন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্টাফ কোয়ার্টার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহিংসতা ও ভোটারদের ভোট দানে বাঁধা প্রাদান করার ঘটনা ঘটে। এসব ঘটনায় পৃথক ৪টি মামলা দায়ের করা হয়। প্রতিটি মামলায় বিএনপি প্রার্থী জি কে গউছ ও তার ভাই জি কে গফফারসহ বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মীকে আসামী করা হয়।

ওই মামলায় আসামীরা উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের আগাম জামিন আনেন। সোমবার তাদের মাঝে ৩৩ জন হবিগঞ্জের জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক আমজাদ হোসেনের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিচারক তাদের মাঝে জি কে গউছ, তার ভাই জি কে গফফারসহ ১৪ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল হক চৌধুরী। তাকে সহযোগিতা করেন আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন পিপি সিরাজুল হক চৌধুরী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads