• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
জিয়া অরফানেজ মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদার আপিল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ছবি : সংগৃহীত

আইন-আদালত

জিয়া অরফানেজ মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদার আপিল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৪ মার্চ ২০১৯

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের রায় ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে উক্ত মামলায় বেগম জিয়ার জামিন চেয়েছেন তার আইনজীবীরা।

আজ বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় খালেদার আইনজীবীরা প্রায় দুইশ পৃষ্ঠার এ আপিল দায়ের করেন।

আপিলের বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, আপিলে বলা হয়েছে, খালেদা জিয়ার আইনজীবীদের শুনানির সুযোগ না দিয়ে হাইকোর্ট এক তরফাভাবে রায় দিয়েছেন। যা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য।

এ মামলায় গত বছরের ৮ ফেব্রুয়ারি বেগম জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত।

পরে এ রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন বেগম জিয়া। অন্যদিকে সাজা বৃদ্ধি চেয়ে আবেদন করে দুদক। দীর্ঘ শুনানি শেষে গত ৩০ অক্টোবর এ মামলায় বেগম জিয়াকে ১০ বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধেই আপিল করলেন বেগম জিয়া।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পরপরই তাকে ওই দিন বিকালে নাজিমউদ্দিন রোডের পুরানো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

এ মামলায় ছয় আসামির মধ্যে খালেদা জিয়াসহ তিনজন কারাবন্দি। বাকি তিন আসামি পলাতক। খালেদা জিয়া ছাড়া বাকি দু’জন হলেন— মাগুরার প্রাক্তন সংসদ সদস্য (এমপি) কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ। পলাতকরা হলেন— বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, সাবেক মুখ্যসচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads