• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
এক মামলায় সাবেক সাংসদ রানার জামিন, আরেক মামলায় স্থগিত

সাবেক সংসদ সদস্য আমানুর রহমান রানা

সংগৃহীত ছবি

আইন-আদালত

এক মামলায় সাবেক সাংসদ রানার জামিন, আরেক মামলায় স্থগিত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ মার্চ ২০১৯

মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এমপি আমানুর রহমান খান রানাকে ৬ মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।

তবে টাঙ্গাইলের দুই যুবলীগ নেতা হত্যা মামলায় দেয়া হাইকোর্টের জামিন আদেশ আপিল বিভাগের চেম্বার বিচারপতি স্থগিত করেছে। এতে করে এমপি রানা এখনই মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

২০১৩ সালের ১৮ জানুয়ারি আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় এমপি রানা ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠায় টাঙ্গাইলের বিচারিক আদালত।

বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন। এ মামলায় গেল বছর ৩ ফেব্রুয়ারি রানা ও তার তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এরপর গত বছরের ৬ সেপ্টেম্বর দণ্ডবিধির ৩০২/ ১২০/৩৪ ধারায় রানা ও তার তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের মাধ্যমে বিচার শুরু করে আদালত।

এ মামলায় করা জামিন আবেদনের শুনানি করে বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ তাকে ৬ মাসের জামিন দেন।

অপরদিকে ২০১২ সালের ১৬ জুলাই টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়ন যুবলীগ নেতা শামীম ও মামুন মোটরসাইকেল যোগে শহরে এসে নিখোঁজ হন।

পরদিন শামীমের মা আছিয়া খাতুন সদর থানায় একটি জিডি করেন। এক বছর পর ২০১৩ সালের ৯ জুলাই নিখোঁজ মামুনের বাবা টাঙ্গাইল আদালতে হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় গত ৬ মার্চ রানাকে হাইকোর্টের একই বেঞ্চ ৬ মাসের জামিন দেয়। পরে বৃহস্পতিবার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার বিচারপতির কাছে আবেদন জানায়।

চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামান রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে রানাকে দেয়া জামিন আদেশ চার সপ্তাহের জন্য স্থগিত করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads