• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
নেত্রকোণার পাঁচ রাজাকারের মৃত্যুদণ্ড

নেত্রকোণার পাঁচ রাজাকারের মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি

আইন-আদালত

মানবতাবিরোধী অপরাধ

নেত্রকোণার পাঁচ রাজাকারের মৃত্যুদণ্ড

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ মার্চ ২০১৯

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে নেত্রকোণার পূর্বধলা উপজেলার পলাতক আবদুল খালেক তালুকদারসহ পাঁচ রাজাকারের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন : পলাতক শেখ আবদুল মজিদ ওরফে মজিদ মাওলানা (৬৬), মো. কবির খান (৭০), আবদুস সালাম বেগ (৬৮) ও মো. নূরউদ্দিন ওরফে রোদ্দিন (৭০)।

মামলার প্রসিকিউটর সাবিনা ইয়াসমীন খান মুন্নী জানিয়েছেন, এই মামলায় প্রথমে সাতজন আসামি ছিল। সাত আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিয়েছিল তদন্ত সংস্থা।সাবিনা ইয়াসমিন খান মুন্নি বলেন, ২৮ জানুয়ারি এ মামলার শুনানি শেষ হয়েছে। আজ রায়ের জন্য আগামীকাল দিন ধার্য করেছেন আদালত।

মুন্নী বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে সাতটি অভিযোগই আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি।

প্রসিকিউশন সুত্রে জানা গেছে, আবদুস সালাম বেগ ও নুরউদ্দিনও মুক্তিযুদ্ধের সময় মুসলিম লীগের কর্মী হিসেবে রাজাকার বাহিনীতে যোগ দেন। ২০১৬ সালের ২২ মে এ মামলায় সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মধ্য দিয়ে এ মামলার কার্যক্রম শুরু হয়। ১৬ মার্চ তাদের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের সাত অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads