• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
বিকেল ৩টার মধ্যে জরিমানা আদায়ের নির্দেশ

হাইকোর্ট

ছবি : সংগৃহীত

আইন-আদালত

গ্রিনলাইন পরিবহন

বিকেল ৩টার মধ্যে জরিমানা আদায়ের নির্দেশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১০ এপ্রিল ২০১৯

বা‌সের চাপায় পা হারা‌নো প্রাইভেটকারের চালক রা‌সেল‌কে ক্ষতিপূরণের কিছু টাকা পরিশোধ করতে গ্রিনলাইন পরিবহনের মালিককে হাইকোর্টের বেঁধে দেওয়া সময় শেষ হচ্ছে আজ। কিন্তু সে নির্দেশনা এখনো মানা হয়নি।

আজ বুধবার বিকেল ৩টার মধ্যে কিছু টাকা পরিশোধের আবারো নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই সময়ের মধ্যে নির্দেশ পালন করা না হলে গ্রিনলাইন পরিবহন কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ৪ এপ্রিল এক শুনানিতে হাইকোর্ট বলেন,  গ্রিনলাইন যদি  ১০ এপ্রিলের মধ্যে ক্ষতিপূরণের টাকা পরিশোধ না করে তবে ১১ এপ্রিল থেকে গ্রিনলাইনের টিকিট বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছিলো আদালত।

উল্লেখ্য, গত বছরের ২৮ এপ্রিল কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে যাত্রাবাড়ীর হানিফ মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে কথাকাটাকাটির জেরে গ্রিনলাইন পরিবহনের বাসচালক ক্ষিপ্ত হয়ে প্রাইভেটকার চালকের ওপর দিয়েই বাস চালিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক রাসেল সরকারের (২৩) বাঁ পা বিচ্ছিন্ন হয়ে যায়। রাসেল সরকারের বাবার নাম শফিকুল ইসলাম। গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে। সে ঢাকার আদাবর এলাকার সুনিবিড় হাউজিং এলাকায় থাকে। এ ঘটনায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি হাইকোর্টে এ রিট আবেদন করেন। পরে আদালত রিটের শুনানি নিয়ে রুল জারি করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads