• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
সেই অধ্যক্ষের ৭ দিনের রিমান্ড

অধ্যক্ষ এস এম সিরাজ উদ দৌলা

সংরক্ষিত ছবি

আইন-আদালত

সেই অধ্যক্ষের ৭ দিনের রিমান্ড

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১০ এপ্রিল ২০১৯

ফেনীর সোনাগাজীতে ছাত্রী নুসরাত জাহান রাফির গায়ে আগুন দেওয়ার ঘটনায় এজহারভুক্ত এক নম্বর আসামি ও সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ এস এম সিরাজ উদ দৌলার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়াও প্রভাষক আফসার ও সহপাঠী আরিফকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা বুধবার (১০ এপ্রিল) সিরাজ উদ্দৌলার রিমান্ড আবদেন করলে আদালত এ সিদ্ধান্ত দেন।

এর আগে মঙ্গলবার (৯ এপ্রিল) ওই মামলার অপর ৪ আসামীকে ৫ দিন করে রিমান্ড মঞ্চুর করেছে আদালত। এ দিন মামলার আসামিদের আদালতের তুলে ৭ দিন করে রিমান্ড আবেদন করলে আদালত এ সিদ্ধান্ত দেন।

৮০ ভাগ অগ্নিদগ্ধ হওয়া নুসরাত জাহান রাফি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়ছে।

উল্লেখ্য, গত ২৭ মার্চ সকাল ১০টার দিকে অধ্যক্ষ তার অফিসের পিয়ন নূরুল আমিনের মাধ্যমে ছাত্রীকে ডেকে নেন। পরীক্ষার আধা ঘণ্টা আগে প্রশ্নপত্র দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন অধ্যক্ষ। পরে পরিবারের দায়ের করা মামলায় গ্রেফতার হন অধ্যক্ষ। সেই মামলা তুলে না নেওয়ায় অধ্যক্ষের লোকজন ওই ছাত্রীর গায়ে আগুন দেয়। এদিকে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাছাড়াও ১৭ এপ্রিল পর্যন্ত মাদ্রাসা বন্ধ ঘোষণা দেওয়া হয়।

অধ্যক্ষ সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে শিশু বলাৎকার, নাশকতা, যৌন হয়রানি ও চেক জালিয়াতিসহ ফেনী এবং সোনাগাজী মডেল থানায় ছয়টি মামলা রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads