• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
বিচারাধীন বিষয়ে সংবাদ প্রকাশ না করার বিজ্ঞপ্তি স্পষ্ট করল সুপ্রিম কোর্ট

সংগৃহীত ছবি

আইন-আদালত

বিচারাধীন বিষয়ে সংবাদ প্রকাশ না করার বিজ্ঞপ্তি স্পষ্ট করল সুপ্রিম কোর্ট

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ মে ২০১৯

বিচারাধীন বিষয়ে সংবাদ প্রকাশ না করার নির্দেশনা দিয়ে পূর্বে জারি করা বিজ্ঞপ্তিটি স্পষ্ট করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. জাকির হোসেন স্বাক্ষরিত নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট সব সময় সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। আদালতের ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ন হয় এবং বিচারকার্য প্রভাবিত হয় এমন সংবাদ পরিবেশ বা প্রচার প্রত্যাশিত নয়। বর্ণিত অবস্থার প্রেক্ষিতে গত ১৬ মে জারি করা বিজ্ঞপ্তির স্পষ্টীকরণ করা হলো।’

১৬ মে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, ‘ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, কোনো কোনো ইলেকট্রনিক মিডিয়া তাদের চ্যানেলে এবং কোনো কোনো প্রিন্ট মিডিয়া তাদের পত্রিকায় বিচারাধীন মামলা বিষয়ে সংবাদ পরিবেশন/স্ক্রল করছে, যা একেবারেই অনভিপ্রেত। এমতাবস্থায় বিচারাধীন কোনো বিষয়ে সংবাদ পরিবেশন/স্ক্রল করা হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

দু-একটি ব্যতিক্রম বাদ দিলে বাংলাদেশে অধিকাংশ মামলার বিচার পর্যবেক্ষণ ও সংবাদ প্রকাশের ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করে আসছে দেশের সংবাদ মাধ্যমগুলো। কিন্তু সুপ্রিম কোর্ট প্রশাসন যে ভাষায় এ নির্দেশনা জারি করেছিল তাতে বিচার শেষে রায় হওয়ার আগে সাংবাদিকদের আর কোনো মামলার বিষয়ে কোনো সংবাদ প্রকাশের সুযোগ ছিল না।

ঘটনাটির তাৎক্ষণিক প্রতিবাদ জানায় আইন-আদালত বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘ল রিপোর্টার্স ফোরাম। এছাড়াও এডিটরস গিল্ড ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন সুপ্রিম কোর্ট প্রশাসনের এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে বিষয়টি স্পষ্ট করার আহ্বান জানায়।

এ অবস্থায় সোমবার আইনমন্ত্রী আনিসুল হক সুপ্রিম কোর্টে গিয়ে প্রধান বিচারপতির সাথে বৈঠক করেন। পরে মন্ত্রী সাংবাদিকদের সাথে আলাপকালে আশা প্রকাশ করেছিলেন যে বিচারাধীন বিষয়ে সংবাদ প্রকাশ না করার নির্দেশনা প্রসঙ্গে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে ব্যাখ্যা আসবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads