• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
পারভেজ হত্যা মামলায় ১জনের মৃত্যুদণ্ড ও ৪জনের যাবজ্জীবন

পারভেজ হত্যা মামলায় ১জনের মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন

প্রতীকী ছবি

আইন-আদালত

পারভেজ হত্যা মামলায় ১জনের মৃত্যুদণ্ড ও ৪জনের যাবজ্জীবন

  • ময়মনসিংহ ব্যুরো
  • প্রকাশিত ২৮ মে ২০১৯

ময়মনসিংহে চাঞ্চল্যকর পারভেজ হত্যা মামলায় হাবিব নামে একজনকে মৃত্যুদনণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আরো চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ নুরুল আমিন বিপ্লব এ রায় ঘোষণা করেন। কোর্ট পরিদর্শক শেখ কবিরুল ইসলাম এ প্রতিবেধকের কাছে তথ্য নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন- জীবন, সারোয়ার (মৃত), সাব্বির, শরীফ ওরফে শরু।

মামলা সুত্রে জানা যায়, ২০১০ সালের ২২ ফেব্রুয়ারী কথা কাটাকাটির জেরে নগরীর ছত্রিশবাড়ি কলোনী এলাকার যুবক পারভেজকে খুন করে আসামিরা।

এ হতাকাণ্ডের ঘটনায় নিহত পাভেজের মা সেলিনা আক্তার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। একই বছরের ২২ জুন আসামিদের অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। ওই মামলার দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এ রায় দেন আদালত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads