• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
নানদুজ খাজানাসহ গুলশানের ৬ রেস্তোরাঁকে ২০ লাখ টাকা জরিমানা

ছবি : সংগৃহীত

আইন-আদালত

নানদুজ খাজানাসহ গুলশানের ৬ রেস্তোরাঁকে ২০ লাখ টাকা জরিমানা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৩ জুন ২০১৯

রাজধানীর গুলশানে পচা-বাসি খাবার ও খাবারে রাসায়নিক মেশানোর জন্য ছয়টি রেস্তোরাঁকে ২০ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। রেস্তোরাঁগুলো হলো- নানদুজ, খাজানা, খানা খাজানা ইন্ডিয়ান, বি বি কিউ, সিপ্লট ফায়ার ও সালৎজ রেস্টুরেন্ট।

গতকাল রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ওই রেস্তোরাঁগুলোতে অভিযান চালানো হয় বলে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান।

তিনি বলেন, খাজানায় এমন কিছু খাবার পাওয়া গেছে যেগুলো ১২ দিন আগে মেয়াদ শেষ হয়ে গেছে। তাছাড়া অধিকাংশ রেস্টুরেন্টে পরিবেশ ছিল নোংরা ও অস্বাস্থ্যকর। খাবারে কেমিক্যাল মেশানোর প্রমাণ পাওয়া গেছে একটি রেস্টুরেন্টে।

তিনি জানান, খানা খাজানকে তিন লাখ, খাজানাকে সাত লাখ, নানদুজকে দুই লাখ, বি বি কিউকে দুই লাখ, স্প্লিট ফায়ারকে দুই লাখ এবং সলৎজকে চার লাখ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads