• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ভূমধ্যসাগরে ৩৭ জনের মৃত্যু: জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ জানতে চান হাইকোর্ট

সংগৃহীত ছবি

আইন-আদালত

ভূমধ্যসাগরে ৩৭ জনের মৃত্যু: জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ জানতে চান হাইকোর্ট

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৪ জুন ২০১৯

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূলে ভূমধ্যসাগরে ৩৭ জন বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে- তা এক সপ্তাহের জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবীকে মৌখিকভাবে এ নির্দেশ দিয়ে আদালত এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি এক সপ্তাহের জন্য মুলতবি করে।

আদেশের বিষয়টি নিশ্চিত করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, দেশে মানবপাচারে জড়িতদের বিষয়ে কী পদক্ষেপ নেয়া হয়েছে তা এক সপ্তাহের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছে আদালত।

এ কাজের সঙ্গে জড়িত সিলেট ও নোয়াখালীর ব্যক্তি বা প্রতিষ্ঠানের লাইসেন্স আছে কি না এবং তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের বিষয়টিও জানাতে বলা হয়েছে।

১৬ জুন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ এমদাদুল হক সুমন জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন। রিটে প্রতারণার মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে মানবপাচার রোধে মানবপাচার দমন আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান কার্যকর এবং ভুক্তভোগী বা তার পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

রিটের বিবাদীরা হলেন- পররাষ্ট্র, স্বরাষ্ট্র, প্রবাসী কল্যাণ ও আইন মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজি এবং সিলেট ও নোয়াখালীর পুলিশ সুপারসহ (এসপি) সংশ্লিষ্টরা।

এদিকে, প্রতারক ট্রাভেল এজেন্সি ও মানবপাচার চক্রকে আইনের আওতায় আনার বিষয়ে ব্যাখ্যা দিতে রিটে সিলেট ও নোয়াখালীর এসপিকে আদালতে হাজির হওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া প্রতারক ট্রাভেল এজেন্সি ও মানবপাচার চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয় আবেদনে।

উল্লেখ্য, সম্প্রতি নদী বা সাগরপথে ইউরোপের বিভিন্ন দেশে চাকরি বা বসবাসের নামে মানবপাচারের ঘটনা বাড়ছে। এ সংক্রান্ত বিভিন্ন খবর প্রতিদিন আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে।

গত ১২ মে অবৈধভাবে সমুদ্রপথে লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে তিউনিশিয়ার উপকূল সংলগ্ন ভূমধ্যসাগরে ৭০ জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটে। ওই ঘটনায় ৩৭ জন বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads