• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
বকশীগঞ্জ আ.লীগ সভাপতি গ্রেপ্তার

বকশীগঞ্জ আ.লীগ সভাপতি গ্রেপ্তার

প্রতীকী ছবি

আইন-আদালত

বিচারপতির বাড়িতে হামলা

বকশীগঞ্জ আ.লীগ সভাপতি গ্রেপ্তার

  • জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ আগস্ট ২০১৯

সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসেন হায়দারের গ্রামের বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

বুধবার সকালে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। হামলার ঘটনায় নিলক্ষিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম খোকাকে আটক করেছে পুুলিশ। মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে ওই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.কে.এম মাহবুব আলম জানান, বকশীগঞ্জ উপজেলার নীলাক্ষিয়া কেন্দ্রীয় মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসেন হায়দারের পরিবারের সদস্য নীলাক্ষিয়া কেন্দ্রীয় মসজিদের সভাপতি হাবিবুর রহমান ওয়াকারের সাথে নীলাক্ষিয়া ইউনিয়ন আওয়ামলীগৈর সভাপতি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম খোকার পরিবারের লোকজনের কথা কাটাকাটি হয়। এর জেরধরে বুধবার সকালে বিচারপতির গ্রামের বসতবাড়িতে হামলার ঘটনা ঘটে।

মামলা সূত্রে জানাযায়, নিলক্ষিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকার লোকজন বে-আইনিভাবে বিচারপতি মির্জা হোসেন হায়দারের বসতবাড়িতে হামলা করে বাড়ির চার পাশের টিনের বেড়া ভাংচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ঘটনাস্থল থেকে নীলাক্ষিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রধান শিক্ষক সাইফুল ইসলাম খোকাকে আটক করে।

এই ঘটনায় বিচারপতি মির্জা হোসেন হায়দারের খালাতো ভাইয়ের ছেলে হাবিবুর রহমান ওয়াকার বাদী হয়ে নীলাক্ষিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম খোকা(৫৫), তার ছোট ভাই সালেহ আহমেদ ময়না(৪২) ও আশিক(২০) সহ অজ্ঞাত ৫/৬জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads