• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
তিন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শুরু

ছবি : সংগৃহীত

আইন-আদালত

তিন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শুরু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২২ আগস্ট ২০১৯

হাইকোর্টের তিন বিচারপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্ত শুরু করেছেন সুপ্রিম কোর্ট। আপিল বিভাগের একজন জেষ্ঠ্য বিচারপতির নেতৃত্বে তদন্ত চলছে। এরইমধ্যে এ তিনজন বিচারপতিকে বিচারকাজ থেকে সাময়িক অব্যহতি দেয়া হয়েছে। সুপ্রিম কোর্টের কজলিস্ট থেকে বাদ দেয়া হয়েছে তাদের নাম। সুপ্রিমকোর্টের নিয়মিত কার্যতালিকায় অন্য বিচারপতির নাম ও বেঞ্চ নম্বর উল্লেখ থাকলেও আজকের তালিকায় তিন বিচারপতির নাম রাখা হয়নি।  

অভিযোগ ওঠা বিচারপতিরা হলেন- বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি এ কে এম জহুরুল হক।  

এর আগে গত ১৬ মে বিচারপতি সালমা মাসুদ ও একেএম জহুরুল হকের বিরুদ্ধে অস্বাভাবিক রায় দেয়ার অভিযোগ করেন অ্যাটর্নি জেনারেল। 

এ বিষয়ে সাংবাদিকরা এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, তিন বিচারপতির দুর্নীতির অভিযোগ এবং কাজ থেকে অব্যাহতি দেয়ার বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে ব্যক্তিগত কোনও মন্তব্য করতে তিনি রাজি হননি। 

তিনি বলেন, তিন বিচারপতির বিষয় রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির এখতিয়ার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads