• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
বকশীগঞ্জে শিক্ষকের উপর হামলা

প্রধান শিক্ষিকা আফরোজা সুলতানা বীনা

ছবি : বাংলাদেশের খবর

আইন-আদালত

বকশীগঞ্জে শিক্ষকের উপর হামলা

সভাপতি প্রার্থীসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

  • জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ আগস্ট ২০১৯

বকশীগঞ্জ উপজেলার সাজিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালিয়ে প্রধান শিক্ষিকাকে পিটিয়ে হাত পা ভেঙ্গে দেয়ার অভিযোগে একই স্কুলের সভাপতি প্রার্থী ও সাবেক ইউপি সদস্য হামিদুর রহমান ফর্সাসহ অজ্ঞাতনামা আরো ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার সকালে প্রধান শিক্ষক আফরোজা সুলতানা বীনা বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.কে এম মাহবুব আলম জানান,প্রধান আসামী হামিদুর রহমান ফর্সাকে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম মাঠ পর্যায়ে কাজ করছে।

উল্লেখ্য, সাজিমারা গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য হামিদুর রহমান ফর্সা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন। এই নিয়ে বেশ কিছুদিন ধরে প্রধান শিক্ষিকা আফরোজা সুলতানা বীনাকে চাপ প্রয়োগ করে আসছিলো হামিদুর রহমান। একই কারনে রাফিউল ইসলাম রাফি নামে এক শিশুকে তার নিজের সন্তান পরিচয়ে স্কুলে ভর্তি করেন। কিন্তু হামিদুর রহমান ফর্সার প্রতিপক্ষরা প্রধান শিক্ষক আফরোজা সুলতানা বীনার কাছে অভিয়োগ করেন সাজিমারা সরকারি প্রাইমরী স্কুলের ওই ছাত্র রাফিউল ইসলাম রাফি হামিদুর রহমান ফর্সার সন্তান না। রাফিউল ইসলাম রাফি একই গ্রামের হাবিবুর রহমান বইতুল্লাহর ছেলে।

অভিযোগের বিষয়টি সমাধানের জন্য প্রধান শিক্ষক আফরোজা সুলতানা বীনা স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তারের কাছে একটি প্রত্যয়ন পত্র চান। ইউপি চেয়ারম্যান তার প্রত্যয়ন পত্রে উল্লেখ করেন, স্কুল ছাত্র রাফিউল ইসলাম রাফির বাবার নাম হামিদুর রহমান ফর্সা নাম দিয়ে যে জন্ম সনদটি দাখিল করেছে সেই জন্ম সনদটি ভূয়া। প্রকৃত পক্ষে চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে স্কুলে একটি ভূয়া জন্ম সনদ দাখিল করা হয়েছে। স্কুল ছাত্র রাফির বাবার নাম হাবিবুর রহমান বইতুল্লাহ। এই ঘটনায় প্রধান শিক্ষক আফরোজা সুলতানা বিনার প্রতি ক্ষুব্ধ হয়ে ম্যানেজিং কমিটির সভাপতি প্রার্থী সাবেক ইউপি সদস্য হামিদুর রহমান ফর্সা বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে হামলা চালিয়ে প্রধান শিক্ষক আফরোজা সুলতানা বীনাকে স্কুলের একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে লোহার রড দিয়ে পিটিয়ে প্রধান শিক্ষিকার হাত-পা ভেঙ্গে দেয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads